মোঃ আকরাম উদ্দীন ((নোসক প্রতিনিধি)
নোয়াখালী সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ ও নোসক সাংবাদিক সমিতির প্রধান পৃষ্ঠপোষক জনাব প্রফেসর জাকির হোসেন কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নোয়াখালী সরকারি কলেজ সাংবাদিক সমিতি।
আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বেলা ১১ টায় অধ্যক্ষের কার্যালয়ে প্রফেসর জাকির হোসেন স্যারকে ফুলেল শুভেচ্ছা জানান নোয়াখালী সরকারি কলেজ সাংবাদিক সমিতি (নোসক সাংবাদিক সমিতির) যুগ্ম আহ্বায়ক শহিদ আলম, সদস্য সচিব মোঃ নূর হোসাইন সহ অন্যান্য সদস্যরা৷
এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারি কলেজের উপাধ্যক্ষ জনাব প্রফেসর ছানা উল্যাহ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জনাব টিপু সুলতান, নোসক সাংবাদিক সমিতির সদস্য আব্দুর রহিম, আকরাম উদ্দিন, সুমাইয়া আক্তার, মুজাহিদুল ইসলাম ভূঁইয়া।
নোয়াখালী সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ জনাব প্রফেসর জাকির হোসেন সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সব সময় সমিতির পাশে থাকার আশা ব্যক্ত করেন৷ এছাড়াও তিনি আরো বলেন, সাংবাদিকতা একটা মহান কাজ, কলেজের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড, সফলতা এবং বিভিন্ন সমস্যা তুলে ধরতে সাংবাদিকদের অনুরোধ জানান তিনি৷ এসময় তিনি দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স ঘোষণা করে বলেন, আমি ও আমার অফিসকে কাঁদা মুক্ত রাখা হবে। আমার বিরুদ্ধেও যদি স্পেসিফিক কোন অভিযোগ থাকে আপনারা তুলে ধরবেন৷
সবশেষে সাংবাদিক সমিতির সদস্যরা স্যারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং একটি সুন্দর, শিক্ষা ও শিক্ষার্থীবান্ধব আদর্শ কলেজ ক্যাম্পাস গড়ে তুলতে অধ্যক্ষের অগ্রণী ভুমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।