মোঃ নুর হোসাইন:
একদিনে নোয়াখালী সরকারি কলেজের ০৩ শিক্ষকের স্বজন হারানোর মতো বেদনাবিধুর ঘটনা ঘটেছে।
আজ বুধবার (১১ ডিসেম্বর) একই দিনে নোয়াখালী সরকারি কলেজের ০৩ জন শিক্ষকের নিকটাত্মীয় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন।
কলেজ প্রশাসন সুত্রে জানা যায়, নোয়াখালী কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোঃ শরীফ উদ্দিনের জেঠা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাইনুল ইসলামের শশুর, গনিত বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল মতিন এর বোন ইন্তেকাল করেছেন।
একই দিনে তিন শিক্ষকের আত্মীয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কলেজ প্রশাসন। এছাড়াও একদিনে তিন সহকর্মীর স্বজন হারানোর ঘটনায় গভীর শোক ও নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকবার্তা প্রদান করা হয়৷