৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নোয়াখালীতে ছাত্রলীগের হামলায় তিন সমন্বয়ক আহত, আটক ২

স্টাফ রিপোর্টার

নোয়াখালীর সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলায় তিন সমন্বয়ক আহত হয়েছেন।

আহত সমন্বয়কেরা হলেন,নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্র সমন্বয়ক মেহেদী হাসান সীমান্ত (২৪), স্থানীয় ছাত্র সমন্বয়ক মামুনুর রশীদ তুষার (২৬) ও হাসান আহম্মেদ গালিব (২৬)।

গতকাল শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে জেলা শহর মাইজদীর মধুসূদনপুর এলাকায় এই ঘটনা ঘটে।

সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান খাঁন জানান, জেলা শহর মাইজদীর হকার্স মার্কেটের একটি দোকান নিয়ে আগে থেকে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল শনিবার সন্ধ্যার দিকে ওই দোকানের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। ওই সময় ঐ রাস্তা দিয়া বৈষম্যবিরোধী ছাত্রনেতা তুষার নিজ বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে একটি দোকান দখল হচ্ছে এবং সেখানে কয়েকশ ইট ঢুকানো হচ্ছে। জানা যায়, দোকানঘরের মালিক রফিক কমিশনারের সাথে ঐ ভাড়াটিয়া দোকানদারের দীর্ঘদিন ঘর নিয়ে বিরোধ চলে আসছিল। পাশে দুটি মেয়ে সম্ভবতঃ ছাত্রী। তারা ঐ দোকান ঘরের ভাড়াটিয়ার মেয়ে সম্ভবতঃ ছাত্রী।তারা ঐ দোকানঘরের ভাড়াটিয়ার মেয়ে। কিছু যুবক মেয়েদের মোবাইল নিয়ে টানা হেঁচড়া করে। এসময় বৈষম্যবিরোধী ছাত্রনেতা তুষার ঘটনাটি প্রত্যক্ষ করে এবং কি হচ্ছে জানতে চাইলে সাথে সাথে যুবকরা “তুই কে?” বলে তাকে আক্রমণ করে। জানা যায়, ঐ যুবকদের মধ্যে কয়েকজন নিষিদ্ধ ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল। খবর পেয়ে অনেক ছাত্ররা জড়ো হয়। এই সময় হামলাকারীরা পালিয়ে যায়। পরে তারা হাউজিং মাঠে গিয়ে ঘটনাটি নিয়ে আলোচনা করে। সবাই সকালে ব্যাপারটি সমন্বয়কদের জানাবে বলে যার যার বাসায় রওয়ানা হয়। এক পয্যায়ে তিন ছাত্রনেতা মেহেদী হাসান সীমান্ত (২৪), স্থানীয় ছাত্র সমন্বয়ক মামুনুর রশীদ তুষার (২৬) ও হাসান আহম্মেদ গালিব (২৬) মধুসূদনপুর রাস্তার মাথায় আসলে হঠাৎ করে তাদের উপর ছাত্রলীগের ঐ কর্মীরা হামলা চালায় এবং তাদেরকে গুরুতর জখম করে রাস্তার পাশে ফেলে রাখে। পরে ফেসবুকে এক ছাত্রনেতা হামলার ঘটনা জানালে আরো ছাত্রনেতারা একত্রিত হয়ে তাদেরকে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করে।গুরুতর আহত সীমান্ত ও তুষারকে সার্জারী ওয়ার্ডে উন্নত চিকিৎসা দেয়। বর্তমানে তারা হাসপাতালের ১নং ওয়ার্ডে সার্জারী বিভাগে চিকিৎসাধীন আছে। হামলার খবর এক সমন্বয়ক পাশ্ববর্তী সেনাবাহিনীর ক্যাম্পে গিয়ে জানায়। খবর পেয়ে রোববার সকালে মধুসূদনপুর গ্রাম থেকে ২জনকে গ্রেফতার করে। তারা নিষিদ্ধ ছাত্রলীগ রাজনীতির সাথে জড়িত।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, এ ঘটনায় যৌথবাহিনী অভিযান চালিয়ে রোববার সকালে ২জনকে আটক করে।  লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 নোবিপ্রবিতে ‘বাংলাদেশে বয়স্কদের স্বাস্থ্য ও পরিচর্যা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নোয়াখালীতে ছাত্রলীগের হামলায় তিন সমন্বয়ক আহত, আটক ২

আপডেট: ০৯:৫৭:৩৩ অপরাহ্ণ, রবিবার, ৫ জানুয়ারি ২০২৫

স্টাফ রিপোর্টার

নোয়াখালীর সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলায় তিন সমন্বয়ক আহত হয়েছেন।

আহত সমন্বয়কেরা হলেন,নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্র সমন্বয়ক মেহেদী হাসান সীমান্ত (২৪), স্থানীয় ছাত্র সমন্বয়ক মামুনুর রশীদ তুষার (২৬) ও হাসান আহম্মেদ গালিব (২৬)।

গতকাল শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে জেলা শহর মাইজদীর মধুসূদনপুর এলাকায় এই ঘটনা ঘটে।

সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান খাঁন জানান, জেলা শহর মাইজদীর হকার্স মার্কেটের একটি দোকান নিয়ে আগে থেকে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল শনিবার সন্ধ্যার দিকে ওই দোকানের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। ওই সময় ঐ রাস্তা দিয়া বৈষম্যবিরোধী ছাত্রনেতা তুষার নিজ বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে একটি দোকান দখল হচ্ছে এবং সেখানে কয়েকশ ইট ঢুকানো হচ্ছে। জানা যায়, দোকানঘরের মালিক রফিক কমিশনারের সাথে ঐ ভাড়াটিয়া দোকানদারের দীর্ঘদিন ঘর নিয়ে বিরোধ চলে আসছিল। পাশে দুটি মেয়ে সম্ভবতঃ ছাত্রী। তারা ঐ দোকান ঘরের ভাড়াটিয়ার মেয়ে সম্ভবতঃ ছাত্রী।তারা ঐ দোকানঘরের ভাড়াটিয়ার মেয়ে। কিছু যুবক মেয়েদের মোবাইল নিয়ে টানা হেঁচড়া করে। এসময় বৈষম্যবিরোধী ছাত্রনেতা তুষার ঘটনাটি প্রত্যক্ষ করে এবং কি হচ্ছে জানতে চাইলে সাথে সাথে যুবকরা “তুই কে?” বলে তাকে আক্রমণ করে। জানা যায়, ঐ যুবকদের মধ্যে কয়েকজন নিষিদ্ধ ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল। খবর পেয়ে অনেক ছাত্ররা জড়ো হয়। এই সময় হামলাকারীরা পালিয়ে যায়। পরে তারা হাউজিং মাঠে গিয়ে ঘটনাটি নিয়ে আলোচনা করে। সবাই সকালে ব্যাপারটি সমন্বয়কদের জানাবে বলে যার যার বাসায় রওয়ানা হয়। এক পয্যায়ে তিন ছাত্রনেতা মেহেদী হাসান সীমান্ত (২৪), স্থানীয় ছাত্র সমন্বয়ক মামুনুর রশীদ তুষার (২৬) ও হাসান আহম্মেদ গালিব (২৬) মধুসূদনপুর রাস্তার মাথায় আসলে হঠাৎ করে তাদের উপর ছাত্রলীগের ঐ কর্মীরা হামলা চালায় এবং তাদেরকে গুরুতর জখম করে রাস্তার পাশে ফেলে রাখে। পরে ফেসবুকে এক ছাত্রনেতা হামলার ঘটনা জানালে আরো ছাত্রনেতারা একত্রিত হয়ে তাদেরকে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করে।গুরুতর আহত সীমান্ত ও তুষারকে সার্জারী ওয়ার্ডে উন্নত চিকিৎসা দেয়। বর্তমানে তারা হাসপাতালের ১নং ওয়ার্ডে সার্জারী বিভাগে চিকিৎসাধীন আছে। হামলার খবর এক সমন্বয়ক পাশ্ববর্তী সেনাবাহিনীর ক্যাম্পে গিয়ে জানায়। খবর পেয়ে রোববার সকালে মধুসূদনপুর গ্রাম থেকে ২জনকে গ্রেফতার করে। তারা নিষিদ্ধ ছাত্রলীগ রাজনীতির সাথে জড়িত।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, এ ঘটনায় যৌথবাহিনী অভিযান চালিয়ে রোববার সকালে ২জনকে আটক করে।  লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।