স্টাফ রিপোর্টার:
চাঁদার দাবিতে এবং দখল করার উদ্দেশ্যে নোয়াখালী জেলা শহরের মাইজদী বাজারে অবস্থিত সংবাদপত্রের এজেন্ট “মুলধারা এন্টারপ্রাইজ” এবং নোয়াখালী টু ঢাকাগামী একুশে এক্সপ্রেসের টিকিট কাউন্টার ও নোয়াখালী টু চট্রগ্রামগামী বাঁধন পরিবহনের টিকিট কাউন্টারের সিসি ক্যামেরা ভাঙচুর ও তালা দিয়েছে বিএনপি নামধারী চাঁদাবাজ, সন্ত্রাসী ও কিশোর গ্যাংদের সংঘবদ্ধ একটি দল। এতে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে ।
সোমবার (১৩ জানুয়ারি) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।
মুলধারার এন্টারপ্রাইজের সত্বাধিকারী ও বাস কাউন্টারের মালিক মোহাম্মদ লিটন বলেন , আজকে ২৫ বছর ধরে আমরা এখানে দেশের জাতীয় পত্রিকার এজেন্ট ও বাস কাউন্টারের ব্যাবসা পরিচালনা করে আসতেছি। গত মাস দুয়েক আগেও একবার বিএনপি নামধারী কিছু চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশীয় অস্ত্রসস্ত্র সহ ভাঙচুর চালায়। এ ঘটনায় তখন থানায় জিডি করেছিলাম। আজকে রাতে আবারো কিছু সন্ত্রাসী এসে কাউন্টার দখল করার জন্য আমার স্টাফদের কে বের করে দিয়ে তালা লাগিয়ে দেয়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন নোয়াখালীর পত্রিকা এজেন্ট ও বাস কাউন্টারে কিছু চাঁদাবাজরা তালা দিলে ভুক্তভোগী মালিক থানা পুলিশকে অবহিত করে। সাথেসাথে আমি পুলিশ ফোর্স পাঠায় ঘটনাস্থলে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর দুস্কৃতিকারীরা পালিয়ে যায়। এবং দোকান পুলিশের উপস্থিতিতে মালিকরা তাদের দোকানঘর বুঝে পায়।এ ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দায়ের করলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।