
নোসক প্রতিনিধি :
২৪ এর জুলাই ছাত্র-জনতা অভূত্থানের নেতৃত্ব দেওয়া সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদ্য ঘোষিত নোয়াখালী জেলা কমিটিতে আহ্বায়ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পিত হয়েছে নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থীদের কাঁধে।
রবিবার (২৫ জানুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ২১৭ সদস্য বিশিষ্ট বৈছাআ এর নোয়াখালী আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়। এতে আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয় নোয়াখালী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম এবং সদস্য সচিব মনোনীত করা হয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বনি ইয়ামিনকে।
উক্ত কমিটিতে মূখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন নোসক ইংরেজি বিভাগের শিক্ষার্থী ফরহাদুল ইসলাম। যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পেয়েছেন নোসক শিক্ষার্থী আবু সুফিয়ান, আফসার উদ্দিন, মাজহার রাকিব। যুগ্ম সদস্য সচিব ইফতেখার হোসেন আয়াত, আব্দুর রহমান রবিন। সিনিয়র সংগঠক পদে নোসক শিক্ষার্থী নাহিদা সুলতানা ইতু ও সহ-মুখপাত্র পদে নোসক অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আক্তার দায়িত্ব পেয়েছেন। এছাড়াও এতে আরো বিভিন্ন পদে নোয়াখালী সরকারি কলেজের অনেক শিক্ষার্থী দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
উল্লেখ্য যে, বৈছাআ’র নোয়াখালী জেলা আহ্বায়ক কমিটিতে ঢাবি, চবি,ইবি,জবি,নোবিপ্রবি, ইডেন কলেজ, নোয়াখালী সরকারি কলেজ, চৌমুহনী এস এ কলেজ, নোয়াখালী সরকারি মহিলা কলেজ, কারামতিয়া কামিল মাদ্রাসা, ইসলামিয়া কামিল মাদ্রাসা, সরকারি ম্যাটস, কবিরহাট কলেজ, কোম্পামিগঞ্জ কলেজ সহ জেলার বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে এ কমিটি করা হয়েছে।