
মোঃ নুর হোসাইন :
উচ্চ শিক্ষা গ্রহণ করেও অভিজ্ঞতা ও দক্ষতা না থাকায় আমাদের দেশের অসংখ্য তরুণ বেকার।পর্যাপ্ত জ্ঞান, আত্মবিশ্বাস, মুলধন না থাকায় এবং ব্যবসায়িক পলিসি জানার কারণে ও সঠিক গাইডলাইনের অভাবে অনেক তরুণেরা চাইলেও উদ্যোক্তা হতে পারছেন না। কেউ কেউ চেষ্টা করলেও তাতে অনেকে আবার সফলতার মুখ দেখছেন না। এবার শিক্ষার্থীদের মাঝে বাস্তব জীবনে উদ্যোক্তা ওয়াকে উদ্বুদ্ধ করতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নোয়াখালী শহর শাখা আয়োজন করতে যাচ্ছে ঐতিহাসিক ❝ইবনে আউফ কমার্স কার্ণিভাল – ২০২৫❞
এ উপলক্ষে ঘোষণা করা হয়েছে বিশাল অঙ্কের প্রাইজমানি। বিস্তারিত ছাত্রশিবিরের শহর শাখার অফিসিয়াল পেজ থেকে তুলে ধরা হলো।
ইবনে আউফ কমার্স কার্ণিভাল।
তারিখ : ৮ ই ফেব্রুয়ারী ২০২৫
সময় : সকাল ৮ টা থেকে বিকেল ৫.৩০ টা
স্থান : শিল্পকলা একাডেমি,মাইজদী, নোয়াখালী।
অংশগ্রহণ করতে পারবেন : মাধ্যমিক,উচ্চমাধ্যমিক এবং স্নাতক পর্যায়ের শিক্ষার্থী।
রেজিস্ট্রেশন ফি : ফ্রি!!
রেজিষ্ট্রেশন এর শেষ সময় : ৫ ই ফেব্রুয়ারী ২০২৫, রাত ১২:০০ টা পর্যন্ত।
এবারের কমার্স কার্ণিভালে থাকছে :
“বিজনেস আইডিয়া প্রজেক্ট প্রেজেন্টেশান কনটেস্ট”
এই প্রতিযোগিতায়
প্রতিযোগিদের জন্য পুরষ্কার যা থাকছে:-
চ্যাম্পিয়ন পুরস্কার : ২০,০০০ টাকা
রানার-আপ পুরস্কার : ১৫,০০০ টাকা
তৃতীয় স্থান পুরস্কার : ১০,০০০ টাকা
রেজিস্ট্রেশন লিংক : https://forms.gle/8fVTv73jX7VADrEM7
*প্রতিটি টিমে সর্বোচ্চ তিনজন অংশগ্রহণ করতে পারবে*
কার্ণিভালে আরো যা যা থাকছে:-
রুবিক্স কিউব প্রতিযোগিতা ( 3/3)
চ্যাম্পিয়ন পুরস্কার : ৩০০০ টাকা
রানার-আপ পুরস্কার : ২০০০ টাকা
তৃতীয় স্থান পুরস্কার : ১০০০ টাকা
বি:দ্র:- এখানে রেজিষ্ট্রেশন প্রয়োজন নেই, উপস্থিত শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।
বিজনেস কুইজ
( কুইজে অংশগ্রহণে যা পড়তে পারেন—)
ইসলামি ব্যাংকিং সিস্টেম
ইসলামিক ফাইন্যান্স
বাংলাদেশ ব্যাংকিং ব্যাবস্থা
মুসলিম লিজেন্ডারি ইকোনমিস্ট
বিশ্ব-অর্থব্যাবস্থা ইত্যাদি সম্পর্কে।
বি:দ্র:- এখানেও রেজিস্ট্রেশন প্রয়োজন নেই, উপস্থিত শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।
অতিরিক্ত সুবিধা যা যা থাকছে ( শুধুমাত্র বিজনেস আইডিয়া প্রজেক্ট কনটেস্ট এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য) :
টি-শার্ট, মধ্যাহ্নভোজ।
সার্টিফিকেট এবং ক্রেস্ট।
প্রোগ্রাম প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে। নোয়াখালী জেলা থেকে সকল শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। বিশেষ আয়োজনে থাকছে- সন্ধ্যা ৬.০০ টা থেকে রাত ৯.০০ টা পর্যন্ত সাংস্কৃতিক সন্ধ্যা।