৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

নোয়াখালী আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল বিপুলভাবে বিজয়ী

  • অনলাইন ডেস্ক
  • আপডেট: ১১:১০:৩৮ অপরাহ্ণ, শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫
  • ৮৬০

স্টাফ রিপোর্টার:
নোয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২৫-এ নীল প্যানেল (বিএনপি-জামায়াত) সংখ্যাগরিষ্ঠ পদে জয় লাভ করেছে। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে বিজয়ী হয় বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীরা।

১৫ সদস্যের এই সমিতির ১০টি নীল প্যানেল ও আওয়ামী লীগ সমর্থিত ৪টি সাদা প্যানেল বিজয়ী ও ১ টির ফলাফল স্থগিত হয়।

নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম (৩৩৯ ভোট), যিনি জামায়াত সমর্থিত। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত আব্দুল গোফরান ভূঁইয়া ২৩৫ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত আমীর হোসাইন বুলবুল ৩২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী মোশাররফ হোসেন মাসুদ (২৫৪ ভোট, আওয়ামী লীগ)।

সহ-সভাপতি ও যুগ্ম সম্পাদক পদে বিএনপির আধিপত্য দেখা গেছে।সিনিয়র সহ-সভাপতি পদে বিএনপি সমর্থিত আলী হোসেন (২৮৫ ভোট) জয়ী হয়েছেন, আওয়ামী লীগের সহিদ হোসেন ২৭৫ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে বিএনপি সমর্থিত মো. আলী (৩১৬ ভোট) নির্বাচিত হয়েছেন, আওয়ামী লীগের প্রার্থী জহিরুল হক ২৫০ ভোট পেয়েছেন।

যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত আবু সাঈদ মো. নোমান (২৯৫ ভোট) নির্বাচিত হলেও সহ-সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত আবদুর রহমান মঞ্জু (৩৩৩ ভোট) জয়ী হয়েছেন।
ট্রেজারার পদে বিএনপির রফিক উল্লাহ (৩২৩ ভোট) নির্বাচিত হয়েছেন, আওয়ামী লীগের জাহেদ হোসেন দিদার ২৫০ ভোট পেয়েছেন।

লাইব্রেরি ও প্রকাশনা সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত আলা উদ্দিন কাদের আলো (২৮৯ ভোট) জয়ী হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী বিএনপির রোকসানা জান্নাত ২৭৯ ভোট পেয়েছেন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে জামায়াত সমর্থিত আবদুল আলী (২৮৬ ভোট) নির্বাচিত হয়েছেন, আওয়ামী লীগের মোকাম্মেল হোসেন আজম ২৭৭ ভোট পেয়েছেন।

আপ্যায়ন ও সমাজকল্যাণ সম্পাদক পদে বিএনপি ও আওয়ামী লীগের দুই প্রার্থী সমান ২২১ ভোট পাওয়ায় এই পদের ভোট পুনর্গণনা হবে।১০টি সদস্য পদের মধ্যে ৫টি বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা জিতেছেন, বাকিগুলো আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা পেয়েছেন।

সর্বাধিক পঠিত

নোয়াখালী আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল বিপুলভাবে বিজয়ী

আপডেট: ১১:১০:৩৮ অপরাহ্ণ, শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫

স্টাফ রিপোর্টার:
নোয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২৫-এ নীল প্যানেল (বিএনপি-জামায়াত) সংখ্যাগরিষ্ঠ পদে জয় লাভ করেছে। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে বিজয়ী হয় বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীরা।

১৫ সদস্যের এই সমিতির ১০টি নীল প্যানেল ও আওয়ামী লীগ সমর্থিত ৪টি সাদা প্যানেল বিজয়ী ও ১ টির ফলাফল স্থগিত হয়।

নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম (৩৩৯ ভোট), যিনি জামায়াত সমর্থিত। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত আব্দুল গোফরান ভূঁইয়া ২৩৫ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত আমীর হোসাইন বুলবুল ৩২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী মোশাররফ হোসেন মাসুদ (২৫৪ ভোট, আওয়ামী লীগ)।

সহ-সভাপতি ও যুগ্ম সম্পাদক পদে বিএনপির আধিপত্য দেখা গেছে।সিনিয়র সহ-সভাপতি পদে বিএনপি সমর্থিত আলী হোসেন (২৮৫ ভোট) জয়ী হয়েছেন, আওয়ামী লীগের সহিদ হোসেন ২৭৫ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে বিএনপি সমর্থিত মো. আলী (৩১৬ ভোট) নির্বাচিত হয়েছেন, আওয়ামী লীগের প্রার্থী জহিরুল হক ২৫০ ভোট পেয়েছেন।

যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত আবু সাঈদ মো. নোমান (২৯৫ ভোট) নির্বাচিত হলেও সহ-সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত আবদুর রহমান মঞ্জু (৩৩৩ ভোট) জয়ী হয়েছেন।
ট্রেজারার পদে বিএনপির রফিক উল্লাহ (৩২৩ ভোট) নির্বাচিত হয়েছেন, আওয়ামী লীগের জাহেদ হোসেন দিদার ২৫০ ভোট পেয়েছেন।

লাইব্রেরি ও প্রকাশনা সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত আলা উদ্দিন কাদের আলো (২৮৯ ভোট) জয়ী হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী বিএনপির রোকসানা জান্নাত ২৭৯ ভোট পেয়েছেন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে জামায়াত সমর্থিত আবদুল আলী (২৮৬ ভোট) নির্বাচিত হয়েছেন, আওয়ামী লীগের মোকাম্মেল হোসেন আজম ২৭৭ ভোট পেয়েছেন।

আপ্যায়ন ও সমাজকল্যাণ সম্পাদক পদে বিএনপি ও আওয়ামী লীগের দুই প্রার্থী সমান ২২১ ভোট পাওয়ায় এই পদের ভোট পুনর্গণনা হবে।১০টি সদস্য পদের মধ্যে ৫টি বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা জিতেছেন, বাকিগুলো আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা পেয়েছেন।