১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নাশকতা ঠেকাতে নোয়াখালীতে এনসিপি ও যুবশক্তির দিনব্যাপী অবস্থান কর্মসূচি

  • আপডেট: ০৬:১৯:৩৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ৮৬৭

মোঃ নুর হোসাইন :
নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচির বিরুদ্ধে এবং দেশব্যাপী নাশকতা প্রতিরোধে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও যুবশক্তির উদ্যোগে নোয়াখালীতে দিনব্যাপী অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে এনসিপির জেলা নেতৃবৃন্দের নেতৃত্বে জেলার বিভিন্ন স্থানে একযোগে অবস্থান কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

অবস্থান কর্মসূচিতে এনসিপি নোয়াখালী জেলা সংগঠক ইঞ্জিনিয়ার মোহাম্মাদ ইকবাল হোসাইন এবং জেলা সংগঠক আবু সুফিয়ান, এনসিপি শ্রমিক উইংয়ের ০১ নং যুগ্ম সমন্বয়কারী মোঃ আবুল হোসেন, যুব শক্তির জেলা সদস্য সচিব শিহাব মাহি, মূখ্য সংগঠক মাহমুদুল হাসান রাফি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় জেলা সংগঠক ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বক্তব্যে বলেন, “আওয়ামী লীগ লকডাউন ঘোষণা দিয়ে নিজেরাই লক হয়ে গেছেন। পতিত ফ্যাসিবাদীরা আর বাংলাদেশে রাজনীতি করতে পারবেনা। ছাত্র-জনতা তাদেরকে প্রতিহত করতে সর্বদা প্রস্তুত রয়েছে।”
অন্যদিকে জেলা সংগঠক আবু সুফিয়ান বলেন, “তাদের বিদেশের নেতারা যে নাশকতার পরিকল্পনা করেন, দেশের কর্মীরা সে ডাকে সাড়া দেয়নি। কিছু টোকাই এবং আবেগী কর্মীরা নাশকতায় জড়ানোর চেষ্টা করলেও প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করেছে।”

এ সময় জেলা শহর মাইজদীর প্রধান সড়কের বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীরা সন্ত্রাস ও ফ্যাসিবাদ বিরোধী শ্লোগান দিয়ে লাঠি হাতে মিছিল করে এবং সতর্ক অবস্থান কর্মসূচি পালন করে।

সর্বাধিক পঠিত

অপারেশন ডেভিল হান্ট-২: নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২

নাশকতা ঠেকাতে নোয়াখালীতে এনসিপি ও যুবশক্তির দিনব্যাপী অবস্থান কর্মসূচি

আপডেট: ০৬:১৯:৩৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

মোঃ নুর হোসাইন :
নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচির বিরুদ্ধে এবং দেশব্যাপী নাশকতা প্রতিরোধে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও যুবশক্তির উদ্যোগে নোয়াখালীতে দিনব্যাপী অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে এনসিপির জেলা নেতৃবৃন্দের নেতৃত্বে জেলার বিভিন্ন স্থানে একযোগে অবস্থান কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

অবস্থান কর্মসূচিতে এনসিপি নোয়াখালী জেলা সংগঠক ইঞ্জিনিয়ার মোহাম্মাদ ইকবাল হোসাইন এবং জেলা সংগঠক আবু সুফিয়ান, এনসিপি শ্রমিক উইংয়ের ০১ নং যুগ্ম সমন্বয়কারী মোঃ আবুল হোসেন, যুব শক্তির জেলা সদস্য সচিব শিহাব মাহি, মূখ্য সংগঠক মাহমুদুল হাসান রাফি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় জেলা সংগঠক ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বক্তব্যে বলেন, “আওয়ামী লীগ লকডাউন ঘোষণা দিয়ে নিজেরাই লক হয়ে গেছেন। পতিত ফ্যাসিবাদীরা আর বাংলাদেশে রাজনীতি করতে পারবেনা। ছাত্র-জনতা তাদেরকে প্রতিহত করতে সর্বদা প্রস্তুত রয়েছে।”
অন্যদিকে জেলা সংগঠক আবু সুফিয়ান বলেন, “তাদের বিদেশের নেতারা যে নাশকতার পরিকল্পনা করেন, দেশের কর্মীরা সে ডাকে সাড়া দেয়নি। কিছু টোকাই এবং আবেগী কর্মীরা নাশকতায় জড়ানোর চেষ্টা করলেও প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করেছে।”

এ সময় জেলা শহর মাইজদীর প্রধান সড়কের বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীরা সন্ত্রাস ও ফ্যাসিবাদ বিরোধী শ্লোগান দিয়ে লাঠি হাতে মিছিল করে এবং সতর্ক অবস্থান কর্মসূচি পালন করে।