
মোঃ নুর হোসাইন:
বর্নাঢ্য আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় নোয়াখালীতে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) মহান বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে শহীদদের স্মরণে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ০৯.০০ ঘটিকায় নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস, স্কাউট, বিএনসিসি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী এবং পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনীতে অভিবাদন গ্রহন ও পরিদর্শন করেন নোয়াখালীজেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, এবং নোয়াখালী জেলা পুলিশ পুলিশ সুপার টি, এম, মোশাররফ হোসেন।
পরে সকাল সাড়ে ১১টায় মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে নোয়াখালী জেলার বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন অতিথিরা।
অনুষ্ঠানে বক্তারা বীর মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য আত্মত্যাগ জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে বলে উল্লেখ করেন। পরিশেষে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
এছাড়াও আজ ১৬ ডিসেম্বর প্রথম প্রহরে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গুলো। বিজয় দিবস উপলক্ষে ভোর ৭টায় রান উইথ ভিক্টোরি কর্মসূচী পালন করেছে ইসলামী ছাত্রশিবির এবং বিকালে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করেছে নোয়াখালী জেলা জামায়াতে ইসলামী।



















