২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

দপ্তরে আধিপত্যর প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রেল লাইন অবরোধ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে উপদেষ্টা, পিএসসি ও ইউজিসিসহ দেশের বিভিন্ন দপ্তরে আধিপত্য প্রতিষ্ঠার প্রতিবাদে রেল লাইন অবরোধ করে বিক্ষোভ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

বুধবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজারের রেললাইন অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

ফলে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এতে করে চরম সিডিউল বিপর্যয়ের আশঙ্কা করছেন সাধারণ যাত্রীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশের সকল প্রকার সেল, সংস্কার কমিশন, উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক পরিচালিত হচ্ছে। আমরা একটি ডিসেন্ট্রালাইজ বাংলাদেশ চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম বৈষম্যমুক্ত একটি বাংলাদেশ। আবু সাঈদ, ওয়াসিম তো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বাংলাদেশের জন্য শহীদ হননি। বিপ্লবের সাত মাস পরেও যদি বাংলাদেশ এভাবে চলতে থাকে তাহলে আমরা উত্তরবঙ্গ থেকে কঠিন থেকে কঠিনতর জবাব দেবো।

আন্দোলনরত শিক্ষার্থীরা আরও বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রেললাইন অবরোধ করে তাদের বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন।

সর্বাধিক পঠিত

এবার ঢাকা অচলের হুঁশিয়ারি

দপ্তরে আধিপত্যর প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রেল লাইন অবরোধ

আপডেট: ১২:৩৮:৫৭ অপরাহ্ণ, বুধবার, ৫ মার্চ ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে উপদেষ্টা, পিএসসি ও ইউজিসিসহ দেশের বিভিন্ন দপ্তরে আধিপত্য প্রতিষ্ঠার প্রতিবাদে রেল লাইন অবরোধ করে বিক্ষোভ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

বুধবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজারের রেললাইন অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

ফলে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এতে করে চরম সিডিউল বিপর্যয়ের আশঙ্কা করছেন সাধারণ যাত্রীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশের সকল প্রকার সেল, সংস্কার কমিশন, উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক পরিচালিত হচ্ছে। আমরা একটি ডিসেন্ট্রালাইজ বাংলাদেশ চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম বৈষম্যমুক্ত একটি বাংলাদেশ। আবু সাঈদ, ওয়াসিম তো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বাংলাদেশের জন্য শহীদ হননি। বিপ্লবের সাত মাস পরেও যদি বাংলাদেশ এভাবে চলতে থাকে তাহলে আমরা উত্তরবঙ্গ থেকে কঠিন থেকে কঠিনতর জবাব দেবো।

আন্দোলনরত শিক্ষার্থীরা আরও বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রেললাইন অবরোধ করে তাদের বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন।