
নিজস্ব প্রতিনিধিঃ
নোয়াখালী সরকারি কলেজের শহিদ অধ্যাপক আবুল হাসেম ছাত্রাবাসে মশা নিধনে ফগিং স্প্রে কার্যক্রম পরিচালনা করা হয়েছে। তবে স্থানীয় শিক্ষার্থীরা অভিযোগ করছেন, মশা নিধনের মূল উৎস ড্রেনগুলো অপরিচ্ছন্ন ও পানিতে ভর্তি থাকায় কার্যকর ফল পাওয়া যাচ্ছে না।
আজ বিকেলে ছাত্রাবাসের পাশে ফগিং মেশিন দিয়ে স্প্রে করার সময় দেখা যায়, ঘন ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে পড়েছে। কিন্তু ছাত্রাবাস সংলগ্ন ড্রেনগুলোতে জমে থাকা পচা পানির কারণে মশার প্রজনন স্থল থেকেই যাচ্ছে অপরিবর্তিত।
শিক্ষার্থীরা জানান, “প্রতি বছর এই সময় স্প্রে করা হলেও ড্রেনগুলো পরিষ্কার না করায় কিছুদিন পরই আবার মশার উপদ্রব বেড়ে যায়। এতে ডেঙ্গু ও অন্যান্য রোগের ঝুঁকি থেকে যায়।”
শিক্ষার্থীরা মনে করছেন, শুধু ফগিং যথেষ্ট নয়। মশার প্রকৃত নিয়ন্ত্রণের জন্য নিয়মিতভাবে ড্রেন পরিষ্কার ও পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া জরুরি।