
মোঃ নুর হোসাইন :
নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জনাব জাকির হোসেনের ব্যাক্তিগত ফেসবুক আইডি ও হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক করে পরিচিতজনদের কাছ থেকে টাকা দাবি করার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১৭ মে) সন্ধ্যার পর থেকে ম্যাসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ একাউন্ট থেকে বিকাশে টাকা পাঠানোর জন্য বিভিন্ন আইডি ও নাম্বারে টাকা দাবি করে হ্যাকাররা। তারপরে বিষয়টি অধ্যক্ষের নজরে আসে।
এবিষয়ে কাউকে বিভ্রান্ত না হতে অনুরোধ জানিয়েছেন অধ্যক্ষ জাকির হোসেন। এবং সাময়িকভাবে আইডি গুলোর সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ ও লেনদেন না করার অনুরোধ করেছেন। একইসাথে যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।