২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

সাম্য হত্যার ঘটনায় তদন্তে গাফিলতি: নোয়াখালী কলেজ ছাত্রদলের প্রতিবাদ কর্মসূচি

মোঃ নুর হোসাইন :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ সভা করেছে নোয়াখালী সরকারি কলেজ (নোসক) শাখা ছাত্রদল। এতে ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

রবিবার (১৮ মে) দুপুর ১২ টায় কলেজ ক্যাম্পাসে বিজ্ঞান ভবনের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ‘সাম্য হত্যার বিচার চাই’, ‘বিচারের নামে টালবাহানা চলবে না’, ‘দমন-পীড়নের বিরুদ্ধে ছাত্রদল একাট্টা’, ‘এসো নবীন দলে দলে, ছাত্রদলের ছায়াতলে’ ইত্যাদি স্লোগান দেন।

পরে সংক্ষিপ্ত সমাবেশে নোসক ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগ বলেন, “ঢাবির মেধাবী ছাত্র সাম্যকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা দ্রুত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”

তিনি আরও বলেন, “আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই—আপনি যদি দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হন, এবং দায়িত্ব পালনের জন্য বয়স ও যোগ্যতায় অনুপযুক্ত হন, তবে পদত্যাগ করুন। এমন কাউকে দায়িত্ব দিন, যিনি এই দায়িত্ব পালনে সক্ষম। পাশাপাশি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। সাম্য হত্যার চার দিন পার হয়ে গেলেও প্রশাসন এখনও নীরব। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আমরা আরও কঠোর কর্মসূচির দিকে যাব।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন নোসক ছাত্রদলের সাধারণ সম্পাদক সাফরাতুল ইসলাম নাবিল, সহ-সভাপতি আক্তারুজ্জামান বিশালসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। তারা বলেন, “কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা সাম্য হত্যার বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেছি। আমরা দীর্ঘদিন ধরে নিরাপদ শিক্ষাঙ্গণের দাবি জানিয়ে আসছি, কিন্তু আজ ক্যাম্পাস কিংবা দেশ কোথাও নিরাপত্তা নেই। আমরা সাম্য হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানাচ্ছি।”

সর্বাধিক পঠিত

এবার ঢাকা অচলের হুঁশিয়ারি

সাম্য হত্যার ঘটনায় তদন্তে গাফিলতি: নোয়াখালী কলেজ ছাত্রদলের প্রতিবাদ কর্মসূচি

আপডেট: ১২:৫১:৫২ অপরাহ্ণ, সোমবার, ১৯ মে ২০২৫

মোঃ নুর হোসাইন :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ সভা করেছে নোয়াখালী সরকারি কলেজ (নোসক) শাখা ছাত্রদল। এতে ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

রবিবার (১৮ মে) দুপুর ১২ টায় কলেজ ক্যাম্পাসে বিজ্ঞান ভবনের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ‘সাম্য হত্যার বিচার চাই’, ‘বিচারের নামে টালবাহানা চলবে না’, ‘দমন-পীড়নের বিরুদ্ধে ছাত্রদল একাট্টা’, ‘এসো নবীন দলে দলে, ছাত্রদলের ছায়াতলে’ ইত্যাদি স্লোগান দেন।

পরে সংক্ষিপ্ত সমাবেশে নোসক ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগ বলেন, “ঢাবির মেধাবী ছাত্র সাম্যকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা দ্রুত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”

তিনি আরও বলেন, “আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই—আপনি যদি দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হন, এবং দায়িত্ব পালনের জন্য বয়স ও যোগ্যতায় অনুপযুক্ত হন, তবে পদত্যাগ করুন। এমন কাউকে দায়িত্ব দিন, যিনি এই দায়িত্ব পালনে সক্ষম। পাশাপাশি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। সাম্য হত্যার চার দিন পার হয়ে গেলেও প্রশাসন এখনও নীরব। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আমরা আরও কঠোর কর্মসূচির দিকে যাব।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন নোসক ছাত্রদলের সাধারণ সম্পাদক সাফরাতুল ইসলাম নাবিল, সহ-সভাপতি আক্তারুজ্জামান বিশালসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। তারা বলেন, “কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা সাম্য হত্যার বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেছি। আমরা দীর্ঘদিন ধরে নিরাপদ শিক্ষাঙ্গণের দাবি জানিয়ে আসছি, কিন্তু আজ ক্যাম্পাস কিংবা দেশ কোথাও নিরাপত্তা নেই। আমরা সাম্য হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানাচ্ছি।”