
নোসক প্রতিনিধি:
নোয়াখালীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নোয়াখালী সরকারি কলেজ।কলেজটিতে অন্যান্য সুযোগ সুবিধা থাকলেও নেই মুসলিম নারী শিক্ষার্থীদেরসালাত আদায়ের জন্য পর্যাপ্ত কোন
প্রার্থনার স্থান। এতে করে কলেজের নারী শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা যায়।যোহর সালাতের সময় ছেলেরা কলেজের মসজিদে সালাত আদায় করলেওজায়গার অভাবে সালাত আদায় করতে পারছে না নারী শিক্ষার্থীরা।
এদিকে শিক্ষার্থীরা জানায়, সালাতের নির্দিষ্ট জায়গা না থাকায় তারাসালাত আদায় করতে পারছে না। কলেজের অনেক নারী শিক্ষার্থী আছে দূরথেকে আসে যারা বাড়ি ফিরতে ফিরতে নামাজের সময় শেষ হয়ে যায়। ছাত্রীদেরআলাদা সালাতের জায়গা থাকলে সময় মতো তাদের সালাত আদায় করতেপারতো। কলেজের মুসলিম নারী শিক্ষার্থীরা যতদ্রুত সম্ভব সালাত আদায়েরনির্দিষ্ট জায়গার ব্যবস্থা করতে কলেজ প্রশাসনের প্রতি জোর দাবি জানায়।
এ বিষয়ে অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী রাজিয়া সুলতানা জানায়, আমাদের কলেজে মেয়েদের নামাজের জন্য কোনো ব্যবস্থা নেই। অনেকে দূরথেকে ক্লাস আসে যার কারণে সময় মতো সালাত আদায় করতে পারছেনা।কলেজ প্রশাসন যদি আমাদের সালাত আদায়ের জন্য নির্দিষ্ট জায়গা দেনতাহলে এটা আমাদের ধর্মীয় দায়িত্ব পালন করতে সাহায্য করবে।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আদিবা সুলতানা বলেন, কলেজে মেয়েদের নামাযের জন্য ব্যবস্থা করা এখন সময়ের দাবি । এটা একটা ভালো উদ্যোগ হবে কলেজ প্রশাসনের । কলেজ প্রশাসনকে অতিদ্রুততার সাথেনামায রুমের ব্যবস্থা করার জোর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে জানতে চাওয়া হলে কলেজ অধ্যক্ষ প্রফেসর জাকির হোসেন বলেন, নোয়াখালী সরকারি কলেজের মতো এত বড় কলেজে আমাদের মেয়েশিক্ষার্থীদের জন্য নামাজের (প্রার্থনার) জায়গা নেই, এটা খুবই দুঃখজনক।আমরা দ্রুত সময়ের মধ্যে জোর দিয়ে এটার ব্যবস্থা করতে চেষ্টা করবো। কারণনারী শিক্ষার্থীদের জন্য নামাজ বা প্রার্থনার রুমের ব্যবস্থা করা খুবই জরুরিএবং প্রয়োজনীয় বিষয়।