
মোঃ নুর হোসাইন :
এবছর এইচএসসি পরীক্ষায় বিগত ২১ বছরের রেকর্ড সর্বনিম্ন পাশের হার। দেশের মোট ১১ শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৫৮.৮৩। এবছর কুমিল্লা শিক্ষাবোর্ডে সর্বনিম্ন পাশের হার ৪৮.৮৬ এবং জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৭০৭ জন। আবার কুমিল্লা শিক্ষাবোর্ডের ৬ জেলার মধ্যে সর্বনিম্ন পাশের হার নোয়াখালী জেলার। তবে জেলার অন্য কলেজ গুলোর ফলাফল নিয়ে নানা হতাশা ও ব্যর্থতার মাঝেও ব্যতিক্রম কেবল নোয়াখালী সরকারি কলেজের ফলাফল।
কুমিল্লা শিক্ষাবোর্ডে হতে প্রাপ্ত ফলাফল পর্যালোচনা করে দেখা যায়, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা-২০২৫ এ নোয়াখালী সরকারি কলেজের ৯১২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৮১৯ জন উত্তীর্ণ হয়। যা শতকরা ৮৯.৮০%। জিপিএ-৫ পেয়েছেন ১৯৬ জন। বিজ্ঞান বিভাগ থেকে ৩০২ জন উত্তীর্ণ হয় এবং ২৫ জন অকৃতকার্য হয়। বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ১৪২ জন। ব্যবসায় বিভাগ থেকে ২৭৭ জন উত্তীর্ণ হয় এবং ১৯ জন অকৃতকার্য হয়। ব্যবসা বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ৪১ জন। মানবিক বিভাগ থেকে ২৪০ জন উত্তীর্ণ হয় এবং ৭০ জন অকৃতকার্য হয়। মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১৩ জন।
দেশের বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি হলেও নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থীরা স্রোতের বিপরীতে এইচএসসি পরীক্ষার ফলাফলে জেলায় শীর্ষস্থান অর্জন করায় শিক্ষক-শিক্ষার্থী ও অবিভাবকদের মাঝে খুশির আমেজ বিরাজ করেছে।
নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ জাকির হোসেন বলেন, নোয়াখালী সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার ফলাফল আলহামদুলিল্লাহ সন্তোষজনক হয়েছে। বোর্ডের ফলাফল খারাপ হলেও আমাদের পাশের হার যেমন বেশি একই সাথে জিপিএ ৫ প্রাপ্তির পরিমাণও বেশি। সকল কৃতিত্ব আমাদের শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীদের। শিক্ষকগণ অনেক কষ্ট করেছেন। কোর্স কো-অর্ডিনেটর এবং কাউন্সিলররা ছাত্রছাত্রীদের এবং গার্ডিয়ানদের সাথে মত বিনিময় সভা করেছেন। ভুলত্রুটিগুলো ধরিয়ে দিয়েছেন, খোঁজখবর নেয়ার চেষ্টা করেছেন।আমি নিজে ক্লাসে গিয়ে মোটিভেশন দেয়ার চেষ্টা করেছি। এজন্য আমি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই এবং মহান আল্লাহ তায়া’লার কাছে শোকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ।