মোঃ নুর হোসাইন :
দেশের সকল জাত,ধর্মের এবং সংখ্যালঘু জনগণের নিরাপত্তা ও সন্ত্রাসী চাঁদাবাজি দমনে ছাত্রসমাজের উদ্যোগে নোয়াখালীর কবির হাট ও কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় শান্তি সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। জানা যায়, আজ (১০ আগষ্ট) রোজ শনিবার কোম্পানিগঞ্জ ও কবির হাটের আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে তারা জেলা সমন্বয়কদের আমন্ত্রণ জানাই। তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে জেলার বেশ কয়েকজন সমন্বয়ক এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও নোয়াখালী সরকারি কলেজের কয়েকজন শিক্ষার্থী যোগদান করে। সমাবেশে ছাত্র নেতারা বলেন, আমরা সাধারণ শিক্ষার্থীরা অনেক জীবন ও রক্তের বিনিময়ে ফ্যাসিস্টদের হটিয়ে এ বিজয় অর্জন করেছি। সুতরাং তারুণ্যের নতুন বাংলাদেশে কোন সন্ত্রাসী, চাঁদাবাজির এবং দুষ্কৃতকারীদের ঠাঁই হবেনা। এসময় ছাত্রনেতারা বলেন, নোয়াখালী থেকে চাঁদাবাজ ও সন্ত্রাসীদেরকে বিতাড়িত করা হবে। ছাত্রসমাজ ব্যবসায়ী ও পরিবহন চালকদেরকে যেকোন ধরনের চাঁদা না দিতে অনুরোধ করেন। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা সমন্বয়ক আরিফুল ইসলাম, ফরহাদুল ইসলাম, বনি আমিন, আরিফুর রহমান, সালাহউদ্দিন প্রমুখ।