২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

নোয়াখালী-২ স্বতন্ত্র র্প্রাথীর গণসংযোগে নৌকার সর্মথকদরে হামলা,গাড়ি ভাঙচুর

  • আপডেট: ০৪:৪৯:১৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
  • ১৪৬১

মোঃ নুর হোসাইন :
নোয়াখালী-২ (সনেবাগ-সোনাইমুড়ী) আংশকি আসনরে স্বতন্ত্র কাঁচি প্রতীকরে র্প্রাথী আতাউর রহমান ভূঁইয়া মানকিরে গণসংযোগে নৌকার সর্মথকদরে হামলা ও গাড়ি ভাঙচুররে ঘটনা ঘটছে।
বৃহস্পতবিার (২৮ ডসিম্বের) বকিলে ৫টায় সোনাইমুড়ী উপজলোর নাটশ্বের ইউনয়িনরে দীঘরিযান বাজারে এ ঘটনা ঘট।ে
এত,ে দশেীয় অস্ত্রশস্ত্র নয়িে স্বতন্ত্র র্প্রাথী আতাউর রহমান মানকিরে ব্যবহৃত গাড়ি ও বশে কয়কেট মোটরসাইকলে, সএিনজি ভাঙচুর ও ইটপাটকলে নক্ষিপে করে হামলাকারীরা।
পরে স্বতন্ত্র র্প্রাথীর সর্মথকরা ঘটনাস্থলে জোড়ো হলে পালয়িে যায় হামলাকারীরা।
জানা যায়, স্বতন্ত্র র্প্রাথী আতাউর রহমান ভূঁইয়া মানকি তার সর্মথকদরে নয়িে নয়িমতি প্রচারণার অংশ হসিবেে বকিলেে নৌকার র্প্রাথী মোরশদে আলমরে নজি এলাকা নাটশ্বের ইউনয়িনরে দঘিরিযান বাজারে এলে নর্বিাচনী গণসংযোগরে বহরে নৌকা র্মাকা ও মোরশদে আলমরে নামে বভিন্নি স্লোগান দয়িে সড়কে তারা এ হামলা চালায়।
এ হামলার তীব্র নন্দিা জানয়িে স্বতন্ত্র কাঁচি প্রতীকরে র্প্রাথী আতাউর রহমান মানকি জানান, নয়িমতি প্রচারণার অংশ হসিবেে গণসংযোগে বরে হলে নৌকার র্প্রাথী মোরশদে আলমরে সর্মথক ও হলেমটে বাহনিি আমার ও আমার সর্মথকদরে গাড়বিহরে হামলা চালায়। নর্বিাচনে পরাজয়রে ভয়ে হলেমটে বাহনিি দয়িে এভাবে পথসভায় হামলা চালয়িে সুষ্ঠ নর্বিাচনকে বাধাগ্রস্ত করার বৃথা চষ্টো চালাচ্ছে মোরশদে আলম। দঘিরিযান বাজানে যভোবে আমার বহরে হামলা চালয়িছেে যদি উল্টো আমর লোকজন প্রতহিত করতো তাহলে এখানইে সঙ্ঘাত বাড়তো। যভোবে তারা প্রতদিনি হামলা চালাচ্ছে তাতে সুষ্ঠু নর্বিাচন হওয়া নয়িে আমি শঙ্কতি।

সর্বাধিক পঠিত

এবার ঢাকা অচলের হুঁশিয়ারি

নোয়াখালী-২ স্বতন্ত্র র্প্রাথীর গণসংযোগে নৌকার সর্মথকদরে হামলা,গাড়ি ভাঙচুর

আপডেট: ০৪:৪৯:১৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩

মোঃ নুর হোসাইন :
নোয়াখালী-২ (সনেবাগ-সোনাইমুড়ী) আংশকি আসনরে স্বতন্ত্র কাঁচি প্রতীকরে র্প্রাথী আতাউর রহমান ভূঁইয়া মানকিরে গণসংযোগে নৌকার সর্মথকদরে হামলা ও গাড়ি ভাঙচুররে ঘটনা ঘটছে।
বৃহস্পতবিার (২৮ ডসিম্বের) বকিলে ৫টায় সোনাইমুড়ী উপজলোর নাটশ্বের ইউনয়িনরে দীঘরিযান বাজারে এ ঘটনা ঘট।ে
এত,ে দশেীয় অস্ত্রশস্ত্র নয়িে স্বতন্ত্র র্প্রাথী আতাউর রহমান মানকিরে ব্যবহৃত গাড়ি ও বশে কয়কেট মোটরসাইকলে, সএিনজি ভাঙচুর ও ইটপাটকলে নক্ষিপে করে হামলাকারীরা।
পরে স্বতন্ত্র র্প্রাথীর সর্মথকরা ঘটনাস্থলে জোড়ো হলে পালয়িে যায় হামলাকারীরা।
জানা যায়, স্বতন্ত্র র্প্রাথী আতাউর রহমান ভূঁইয়া মানকি তার সর্মথকদরে নয়িে নয়িমতি প্রচারণার অংশ হসিবেে বকিলেে নৌকার র্প্রাথী মোরশদে আলমরে নজি এলাকা নাটশ্বের ইউনয়িনরে দঘিরিযান বাজারে এলে নর্বিাচনী গণসংযোগরে বহরে নৌকা র্মাকা ও মোরশদে আলমরে নামে বভিন্নি স্লোগান দয়িে সড়কে তারা এ হামলা চালায়।
এ হামলার তীব্র নন্দিা জানয়িে স্বতন্ত্র কাঁচি প্রতীকরে র্প্রাথী আতাউর রহমান মানকি জানান, নয়িমতি প্রচারণার অংশ হসিবেে গণসংযোগে বরে হলে নৌকার র্প্রাথী মোরশদে আলমরে সর্মথক ও হলেমটে বাহনিি আমার ও আমার সর্মথকদরে গাড়বিহরে হামলা চালায়। নর্বিাচনে পরাজয়রে ভয়ে হলেমটে বাহনিি দয়িে এভাবে পথসভায় হামলা চালয়িে সুষ্ঠ নর্বিাচনকে বাধাগ্রস্ত করার বৃথা চষ্টো চালাচ্ছে মোরশদে আলম। দঘিরিযান বাজানে যভোবে আমার বহরে হামলা চালয়িছেে যদি উল্টো আমর লোকজন প্রতহিত করতো তাহলে এখানইে সঙ্ঘাত বাড়তো। যভোবে তারা প্রতদিনি হামলা চালাচ্ছে তাতে সুষ্ঠু নর্বিাচন হওয়া নয়িে আমি শঙ্কতি।