২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

নোয়াখালী-২/মধ্যরাতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের অফিসে গুলি ও অগ্নিসংযোগ, ভাঙচুর

  • আপডেট: ০৪:১০:৫৩ অপরাহ্ণ, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩
  • ১৩২৪

নুর হোসাইন:
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের অফিসে গুলি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১:৩০ টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সেনবাগ উপজেলার ৮নং বিজবাগ ইউনিয়নে স্বতন্ত্রের প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিকের সমর্থক ফয়েজ উল্লাহ ( মিস্টার) মেম্বারের নিজস্ব অফিসে অগ্নিসংযোগ, ভাঙচুর করা হয়। এইসময় কয়েক রাউন্ড গুলিও করা হয়। ঘটনার সময় ওখানে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

নোয়াখালী-২ আসনের নৌকার প্রার্থী ও সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোরশেদ আলম ও স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী আতাউর রহমানের ভূঁইয়ার সমর্থকদের মাঝে বিগত কয়েকদিন যাবত উত্তেজনা বিরাজ করছে। সেই উত্তেজনা থেকেই এমন ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিক বলেন, বারবার এভাবে হামলা, অগ্নিসংযোগ, গুলির ঘটনা ঘটাচ্ছে মোরশেদ আলমের হেলমেট বাহিনি। এবার হেলমেট বাহিনির সাথে যোগ হয়েছে শীর্ষ সন্ত্রাসী গিয়াস উদ্দিন ও ইউপি চেয়ারম্যান রিগান। তাদের নেতৃত্ব এ হামলা হয়েছে। তাদের বারবার এভাবে হামলায় সুষ্ঠু নির্বাচন নিয়ে আমি শঙ্কিত।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজিম উদ্দীন জানান, ঘটনার খবর পেয়েছি। তদন্ত শেষে আইনী ব্যবস্থা নিবো।

সর্বাধিক পঠিত

এবার ঢাকা অচলের হুঁশিয়ারি

নোয়াখালী-২/মধ্যরাতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের অফিসে গুলি ও অগ্নিসংযোগ, ভাঙচুর

আপডেট: ০৪:১০:৫৩ অপরাহ্ণ, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩

নুর হোসাইন:
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের অফিসে গুলি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১:৩০ টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সেনবাগ উপজেলার ৮নং বিজবাগ ইউনিয়নে স্বতন্ত্রের প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিকের সমর্থক ফয়েজ উল্লাহ ( মিস্টার) মেম্বারের নিজস্ব অফিসে অগ্নিসংযোগ, ভাঙচুর করা হয়। এইসময় কয়েক রাউন্ড গুলিও করা হয়। ঘটনার সময় ওখানে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

নোয়াখালী-২ আসনের নৌকার প্রার্থী ও সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোরশেদ আলম ও স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী আতাউর রহমানের ভূঁইয়ার সমর্থকদের মাঝে বিগত কয়েকদিন যাবত উত্তেজনা বিরাজ করছে। সেই উত্তেজনা থেকেই এমন ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিক বলেন, বারবার এভাবে হামলা, অগ্নিসংযোগ, গুলির ঘটনা ঘটাচ্ছে মোরশেদ আলমের হেলমেট বাহিনি। এবার হেলমেট বাহিনির সাথে যোগ হয়েছে শীর্ষ সন্ত্রাসী গিয়াস উদ্দিন ও ইউপি চেয়ারম্যান রিগান। তাদের নেতৃত্ব এ হামলা হয়েছে। তাদের বারবার এভাবে হামলায় সুষ্ঠু নির্বাচন নিয়ে আমি শঙ্কিত।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজিম উদ্দীন জানান, ঘটনার খবর পেয়েছি। তদন্ত শেষে আইনী ব্যবস্থা নিবো।