১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে- জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় পুলিশ সুপার আসাদুজ্জামান

মোঃ নুর হোসাইন-
নোয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (৯ জুন) নোয়াখালী জেলা প্রশাসক জনাব দেওয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ আসাদুজ্জামান,বিপিএম,পি পিএম, জেলা সিভিল সার্জন ডাঃ মাসুম ইফতেখার, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের যুগ্ম-পরিচালক আবু তাহের মোঃ পারভেজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইসমাঈল, নোয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আখিনূর জাহান নীলা, নোয়াখালী জেলা শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন মোঃ জাহাঙ্গীর সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ।

উক্ত সভায় বক্তারা বলেন, ঈদুল আজহার কোরবানি বাজারকে কেন্দ্র করে চাঁদাবাজি ও জাল নোটের ব্যাপক ছড়াছড়ি হতে পারে। সেই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ নজরদারি বাড়াবে। এছাড়াও ঈদ উপলক্ষে সরকারি বিভিন্ন দপ্তরে ছুটির কারণে অফিস ফাঁকা থাকার সম্ভাবনা রয়েছে। এসময় সরকারি অফিসে চুরি সংগঠিত হওয়ার সম্ভাবনা থাকে। সংশ্লিষ্ট অফিস প্রধানকে এ বিষয়ে সতর্কতা বাড়াতে হবে। অনেকে কোরবানি পশুর চামড়া বিভিন্ন মাদ্রাসা সমূহে দিয়ে থাকেন। কোরবানির পশুর চামড়া লবণ দিয়ে স্থানীয় মাদ্রাসা সমূহে সংরক্ষণের জন্য ইসলামি ফাউন্ডেশনের মাধ্যমে সংশ্লিষ্ট মাদ্রাসা কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

৩য় ধাপে উপজেলা পরিষদের নির্বাচন সকলের সম্মিলিত প্রচেষ্টার কারনে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব হয়েছে। এজন্য সংশ্লিষ্ট সকলকে নোয়াখালী জেলা পুলিশ সুপার ধন্যবাদ জ্ঞাপন করেন।

পুলিশ সুপার আসাদুজ্জামান আরো বলেন, উপজেলা নির্বাচনের কারণে মাদকে ফোকাস কম হওয়ায় অভিযান কিছুটা কম হয়েছে। তবে মাদকের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করবো। সড়ক দুর্ঘটনায় প্রতিরোধে “নো হেলমেট, নো ফুয়েল” এ ক্যাম্পেইন চালু করছি।

সর্বাধিক পঠিত

নোবিপ্রবি ছাত্রী হলে অগ্নিকাণ্ড, পরীক্ষা স্থগিত

মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে- জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় পুলিশ সুপার আসাদুজ্জামান

আপডেট: ০১:১২:২২ অপরাহ্ণ, রবিবার, ৯ জুন ২০২৪

মোঃ নুর হোসাইন-
নোয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (৯ জুন) নোয়াখালী জেলা প্রশাসক জনাব দেওয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ আসাদুজ্জামান,বিপিএম,পি পিএম, জেলা সিভিল সার্জন ডাঃ মাসুম ইফতেখার, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের যুগ্ম-পরিচালক আবু তাহের মোঃ পারভেজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইসমাঈল, নোয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আখিনূর জাহান নীলা, নোয়াখালী জেলা শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন মোঃ জাহাঙ্গীর সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ।

উক্ত সভায় বক্তারা বলেন, ঈদুল আজহার কোরবানি বাজারকে কেন্দ্র করে চাঁদাবাজি ও জাল নোটের ব্যাপক ছড়াছড়ি হতে পারে। সেই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ নজরদারি বাড়াবে। এছাড়াও ঈদ উপলক্ষে সরকারি বিভিন্ন দপ্তরে ছুটির কারণে অফিস ফাঁকা থাকার সম্ভাবনা রয়েছে। এসময় সরকারি অফিসে চুরি সংগঠিত হওয়ার সম্ভাবনা থাকে। সংশ্লিষ্ট অফিস প্রধানকে এ বিষয়ে সতর্কতা বাড়াতে হবে। অনেকে কোরবানি পশুর চামড়া বিভিন্ন মাদ্রাসা সমূহে দিয়ে থাকেন। কোরবানির পশুর চামড়া লবণ দিয়ে স্থানীয় মাদ্রাসা সমূহে সংরক্ষণের জন্য ইসলামি ফাউন্ডেশনের মাধ্যমে সংশ্লিষ্ট মাদ্রাসা কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

৩য় ধাপে উপজেলা পরিষদের নির্বাচন সকলের সম্মিলিত প্রচেষ্টার কারনে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব হয়েছে। এজন্য সংশ্লিষ্ট সকলকে নোয়াখালী জেলা পুলিশ সুপার ধন্যবাদ জ্ঞাপন করেন।

পুলিশ সুপার আসাদুজ্জামান আরো বলেন, উপজেলা নির্বাচনের কারণে মাদকে ফোকাস কম হওয়ায় অভিযান কিছুটা কম হয়েছে। তবে মাদকের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করবো। সড়ক দুর্ঘটনায় প্রতিরোধে “নো হেলমেট, নো ফুয়েল” এ ক্যাম্পেইন চালু করছি।