
স্টাফ রিপোর্টার: :
ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনের পর সংস্কারের ছোঁয়া লাগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে’ও। সম্প্রতি বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এক ছাত্র-শিক্ষক সমাবেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমান উল্লাহ ঘোষণা দেন আগামী ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে অনার্সে ভর্তি হওয়ার ক্ষেত্রে দিতে হবে ভর্তি পরীক্ষা। এর পরেই এবছরের ২০ জানুয়ারি সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
তারই ধারাবাহিকতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত নোয়াখালী সরকারি কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অনার্স/ সম্মান ১ম বর্ষে ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন সংক্রান্ত কার্যক্রম শুরু হয়েছে। নোয়াখালী সরকারি কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষে বিভাগ ভিত্তিক আসন সংখ্যা প্রকাশ করা হয়েছে। প্রতিটি আসনের জন্য দিতে হবে ভর্তি পরীক্ষা। বিভাগ ভিত্তিক আসন সংখ্যা হলো, বাংলা এবং ইংরেজিতে ২১৫ টি করে, গণিত ২০০টি, পদার্থবিজ্ঞান ২০৫টি, রসায়ন এবং উদ্ভিদবিজ্ঞান ১৫৫ টি করে, প্রাণীবিজ্ঞান ১২০টি, হিসাববিজ্ঞান ৩৩০, ফিন্যান্স এবং মার্কেটিং বিভাগে ৬০ টি করে, ব্যবস্থাপনা বিভাগে ৩৩০ টি, অর্থনীতি বিভাগে ২০০টি , দর্শনে ১০৫ টি, সমাজবিজ্ঞান বিভাগে ২৩৫ টি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ২২০ টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং ইসলাম শিক্ষা বিভাগে ১৩০ টি করে মোট ৩০৬৫ টি আসন রয়েছে৷ এই ভর্তি কার্যক্রম ২১ জানুয়ারি ২০২৫ তারিখ বিকাল ৪টা থেকে শুরু হয়েছে এবং ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ রাত ১২টা পর্যন্ত চলমান থাকবে।
যেসব শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স কোর্সে ভর্তি হতে ইচ্ছুক, তাদের নির্ধারিত সময়ের মধ্যে একটি কলেজে সাবজেক্ট চয়েসের মধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নির্ধারিত আবেদন ফি ৭০০ টাকা, আবেদন ফরম সহ উক্ত কলেজে জমা দিতে হবে। এই ফি জমা দেওয়ার শেষ তারিখ ২ রা মার্চ ২০২৫। আবেদন ফরমে দেওয়া তথ্য অবশ্যই সঠিক হতে হবে। ভুল তথ্যের জন্য আবেদন বাতিল হতে পারে।আবেদন ফি জমা দেওয়ার সময় নির্ধারিত ব্যাংক বা কলেজের নির্দিষ্ট কাউন্টারে ফি জমা দিতে হবে। এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার মোট নাম্বার ১০০, পাশ মার্ক ৩৫ । নেগেটিভ মার্ক থাকবেনা। এসএসসি জিপিএ ৪০% এবং এইচএসসি জিপিএ ৬০% ধরা হবে। মোট ২০০ নাম্বারের ভিত্তিতে মেধাতালিকা প্রকাশ করা হবে। যার মার্ক বেশি থাকবে সে আগে চান্স পাবে এবং তার সিট বরাদ্দ হবে। চান্স পাওয়ার পর সাবজেক্ট চয়েস না হলে পরবর্তীতে রিলিজ স্লিপে ৫ টি কলেজে আবেদন করতে পারবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ ভর্তি কার্যক্রম শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। সঠিক তথ্য জেনে এবং নির্ধারিত সময়ে আবেদন সম্পন্ন করলে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত কলেজে নির্ধারিত বিষয়ে ভর্তি হতে পারবে।