
মোঃ নুর হোসাইন:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী ৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ শাহজাহানের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় একই সাথে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমীর শিক্ষাবিদ ইসহাক খন্দকারের সুস্থতা কামনায় দোয়া-প্রার্থনা করা হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জেলা জজ কোর্টের ইমাম সাহেব ।
শনিবার (১ ফেব্রুয়ারী ) বাদ মাগরিব নোয়াখালী প্রেসক্লাবের শহীদ উদ্দিন এস্কেন্দার কচি মিলনায়তনে জেলায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান , জেলা জামায়াতে ইসলামীর মিডিয়া ও প্রচার সম্পাদক ডা: বোরহান উদ্দিন , জেলা বিএনপির দপ্তর সম্পাদক ওমর ফারুক টফি, পৌর বিএনপির সভাপতি মোঃ নাসের , জাসাসের নোয়াখালী সভাপতি অধ্যাপক লিয়াকত আলী খান, কালবেলার নোয়াখালী ব্যুরো চীফ অহিদ উদ্দিন মুকুল , প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার , মানবজমিনের জেলা প্রতিনিধি নাসির উদ্দীন বাদল, কালের কন্ঠের জেলা প্রতিনিধি সামসুল হাসান মিরন, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, জাতীয় নাগরিক কমিটির সদস্য সাংবাদিক নুর হোসাইন সহ জেলায় কর্মরত অন্যান্য ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।
উল্লেখ্য, বিএনপির ভাইস চেয়ারম্যান মো: শাহজাহান হৃদরোগে থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। তার ছেলে সবুজ নোয়াখালী সহ দেশবাসীর নিকট তার বাবার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। অপরদিকে জেলা জামায়াতে ইসলামীর আমীর শিক্ষাবিদ ইসহাক খন্দকার ও হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। উনার আশু রোগ মুক্তি কামনায় নোয়াখালীর সর্বস্তরের মানুষের নিকট পরিবার দোয়া চেয়েছেন।