৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে নোয়াখালীতে জাতীয় নাগরিক কমিটির বিক্ষোভ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট: ১১:৫১:৩৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫
  • ৮৬৯

স্টাফ রিপোর্টার:
পলাতক শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য, হাতিয়া ও গাজীপুরে ছাত্র-জনতার ওপর গুলি চালানোর প্রতিবাদে এবং অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারে প্রশাসনের ব্যার্থতার প্রতিবাদে নোয়াখালীতে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের বক্তব্যে জাতীয় নাগরিক কমিটির অন্যতম সদস্য কাজী মাইনুদ্দিন মোহাম্মদ তানভীর ২৪ ঘণ্টার মধ্যে হাতিয়ার দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪:৩০ মিনিটে নোয়াখালীর মাইজদী বড় মসজিদ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের জেলা স্কুলের সামনে দিয়ে ঘুরে প্রধান সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে মোগল দরবার রেস্টুরেন্টের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা প্রশাসনের নিষ্ক্রিয়তা ও অবৈধ অস্ত্রের বিস্তার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

তরুণ নেতা তুহিন ইমরান বলেন, “আমরা প্রত্যেক থানায় ‘ইমারজেন্সি রেসপন্স টিম’ গঠনের দাবি জানাই, যা দ্রুততম সময়ে অবৈধ অস্ত্রধারীদের চিহ্নিত ও গ্রেপ্তার করতে পারবে।” সমাপনী বক্তব্যে কাজী মাইনুদ্দিন মোহাম্মদ তানভীর প্রশাসনকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “২৪ ঘণ্টার মধ্যে হাতিয়ার হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে, না হলে আমরা এমন আন্দোলন গড়ে তুলবো যে, বাংলাদেশের প্রশাসনকে স্বৈরাচারের দোসর মুক্ত না করে ঘরে ফিরবো না।” তিনি আরও বলেন, “এই দেশে আমাদের সবার সমান গণতান্ত্রিক অধিকার রয়েছে। প্রশাসন যদি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে আমরা জনগণই এর উপযুক্ত জবাব দেবে।

বিক্ষোভ মিছিল শেষে উপস্থিত জনতা “প্রশাসনের ব্যর্থতা মানি না মানবোনা, অবৈধ অস্ত্র উদ্ধার কর করতে হবে, আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, ফ্যাসিবাদের ঠিকানা বাংলাদেশে হবেনা” —এমন নানা স্লোগানে মুখরিত করে তোলে শহরের রাজপথ। বক্তারা আগামী দিনে যেকোনো অন্যায়ের বিরুদ্ধে আরও বড় পরিসরে আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন এবং সকল গণতন্ত্রকামী নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সর্বাধিক পঠিত

অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে নোয়াখালীতে জাতীয় নাগরিক কমিটির বিক্ষোভ

আপডেট: ১১:৫১:৩৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

স্টাফ রিপোর্টার:
পলাতক শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য, হাতিয়া ও গাজীপুরে ছাত্র-জনতার ওপর গুলি চালানোর প্রতিবাদে এবং অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারে প্রশাসনের ব্যার্থতার প্রতিবাদে নোয়াখালীতে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের বক্তব্যে জাতীয় নাগরিক কমিটির অন্যতম সদস্য কাজী মাইনুদ্দিন মোহাম্মদ তানভীর ২৪ ঘণ্টার মধ্যে হাতিয়ার দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪:৩০ মিনিটে নোয়াখালীর মাইজদী বড় মসজিদ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের জেলা স্কুলের সামনে দিয়ে ঘুরে প্রধান সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে মোগল দরবার রেস্টুরেন্টের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা প্রশাসনের নিষ্ক্রিয়তা ও অবৈধ অস্ত্রের বিস্তার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

তরুণ নেতা তুহিন ইমরান বলেন, “আমরা প্রত্যেক থানায় ‘ইমারজেন্সি রেসপন্স টিম’ গঠনের দাবি জানাই, যা দ্রুততম সময়ে অবৈধ অস্ত্রধারীদের চিহ্নিত ও গ্রেপ্তার করতে পারবে।” সমাপনী বক্তব্যে কাজী মাইনুদ্দিন মোহাম্মদ তানভীর প্রশাসনকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “২৪ ঘণ্টার মধ্যে হাতিয়ার হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে, না হলে আমরা এমন আন্দোলন গড়ে তুলবো যে, বাংলাদেশের প্রশাসনকে স্বৈরাচারের দোসর মুক্ত না করে ঘরে ফিরবো না।” তিনি আরও বলেন, “এই দেশে আমাদের সবার সমান গণতান্ত্রিক অধিকার রয়েছে। প্রশাসন যদি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে আমরা জনগণই এর উপযুক্ত জবাব দেবে।

বিক্ষোভ মিছিল শেষে উপস্থিত জনতা “প্রশাসনের ব্যর্থতা মানি না মানবোনা, অবৈধ অস্ত্র উদ্ধার কর করতে হবে, আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, ফ্যাসিবাদের ঠিকানা বাংলাদেশে হবেনা” —এমন নানা স্লোগানে মুখরিত করে তোলে শহরের রাজপথ। বক্তারা আগামী দিনে যেকোনো অন্যায়ের বিরুদ্ধে আরও বড় পরিসরে আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন এবং সকল গণতন্ত্রকামী নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।