১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি ঘোষণা, শুক্রবার অপরিবর্তিত

  • অনলাইন ডেস্ক
  • আপডেট: ০৬:৩৪:০৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৮৩৯

যাত্রীসেবার মান বৃদ্ধি ও সুবিধার কথা মাথায় রেখে রাজধানীর মতিঝিল এবং উত্তরা-উত্তর প্রান্তে মেট্রোরেল চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। আগামী রোববার (১৯ অক্টোবর) থেকে এই নতুন সময়সূচি কার্যকর হবে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) Dhaka Mass Transit Company Limited (ডিএমটিসিএল)-এর মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) মো. নাসির উদ্দিন তরফদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমটিসিএল যাত্রীসেবার মান ক্রমাগত উন্নত করার লক্ষ্যে মেট্রোরেল চলাচলের সময়সূচি এক ঘণ্টা বাড়িয়েছে। এখন থেকে উত্তরা উত্তর ও মতিঝিল উভয় প্রান্ত থেকে ট্রেন নির্ধারিত সময়ের আগেই ছেড়ে যাবে এবং আরও দেরিতে সেবা শেষ হবে।

নতুন সময়সূচি অনুযায়ী, শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরা-উত্তর স্টেশন থেকে মতিঝিল অভিমুখে প্রথম মেট্রোরেল ছেড়ে যাবে সকাল ৬টা ৩০ মিনিটে (আগে ছিল সকাল ৭টা ১০ মিনিটে)। সর্বশেষ ট্রেন ছাড়বে রাত সাড়ে ৯টায় (আগে ছিল রাত ৯টা)।

অন্যদিকে, মতিঝিল থেকে উত্তরা অভিমুখে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে (আগে ছিল সকাল ৭টা ৩০ মিনিটে) এবং সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে (আগে ছিল রাত সাড়ে ৯টা)।

তবে শুক্রবারের সময়সূচি অপরিবর্তিত থাকবে। সেদিন উত্তরা থেকে মতিঝিল অভিমুখে প্রথম ট্রেন ছাড়বে বিকেল ৩টায় এবং সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টায়। মতিঝিল থেকে উত্তরা অভিমুখে প্রথম ট্রেন ছাড়বে বিকেল ৩টা ২০ মিনিটে এবং সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে।

এই নতুন সময়সূচির ফলে যাত্রীরা আরও বেশি সময় মেট্রোরেল ব্যবহার করতে পারবেন, যা রাজধানীর গণপরিবহনে স্বস্তি যোগ করবে।

সর্বাধিক পঠিত

রিশাদের রেকর্ড ৬ উইকেট, ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারাল টাইগাররা

মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি ঘোষণা, শুক্রবার অপরিবর্তিত

আপডেট: ০৬:৩৪:০৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

যাত্রীসেবার মান বৃদ্ধি ও সুবিধার কথা মাথায় রেখে রাজধানীর মতিঝিল এবং উত্তরা-উত্তর প্রান্তে মেট্রোরেল চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। আগামী রোববার (১৯ অক্টোবর) থেকে এই নতুন সময়সূচি কার্যকর হবে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) Dhaka Mass Transit Company Limited (ডিএমটিসিএল)-এর মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) মো. নাসির উদ্দিন তরফদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমটিসিএল যাত্রীসেবার মান ক্রমাগত উন্নত করার লক্ষ্যে মেট্রোরেল চলাচলের সময়সূচি এক ঘণ্টা বাড়িয়েছে। এখন থেকে উত্তরা উত্তর ও মতিঝিল উভয় প্রান্ত থেকে ট্রেন নির্ধারিত সময়ের আগেই ছেড়ে যাবে এবং আরও দেরিতে সেবা শেষ হবে।

নতুন সময়সূচি অনুযায়ী, শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরা-উত্তর স্টেশন থেকে মতিঝিল অভিমুখে প্রথম মেট্রোরেল ছেড়ে যাবে সকাল ৬টা ৩০ মিনিটে (আগে ছিল সকাল ৭টা ১০ মিনিটে)। সর্বশেষ ট্রেন ছাড়বে রাত সাড়ে ৯টায় (আগে ছিল রাত ৯টা)।

অন্যদিকে, মতিঝিল থেকে উত্তরা অভিমুখে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে (আগে ছিল সকাল ৭টা ৩০ মিনিটে) এবং সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে (আগে ছিল রাত সাড়ে ৯টা)।

তবে শুক্রবারের সময়সূচি অপরিবর্তিত থাকবে। সেদিন উত্তরা থেকে মতিঝিল অভিমুখে প্রথম ট্রেন ছাড়বে বিকেল ৩টায় এবং সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টায়। মতিঝিল থেকে উত্তরা অভিমুখে প্রথম ট্রেন ছাড়বে বিকেল ৩টা ২০ মিনিটে এবং সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে।

এই নতুন সময়সূচির ফলে যাত্রীরা আরও বেশি সময় মেট্রোরেল ব্যবহার করতে পারবেন, যা রাজধানীর গণপরিবহনে স্বস্তি যোগ করবে।