ষ্টাফ রিপোর্টার >>নোয়াখালী পুলিশ সুপার জনাব মোঃ আব্দুল্লাহ আল ফারুক এর নির্দেশে ৬ই নভেম্বর ভোর রাতে কোম্পানীগঞ্জ থানার পুলিশ এক বিশেষ অভিযান চালিয়েঅপহরণ মামলার অপহৃত ভিকটিম উদ্ধার ও পলাতক আসামী গ্রেফতারকরেন। কোম্পানীগঞ্জ থানার মামলা নং-১১, তাং-১৩/০৬/২০২৩ইং, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং/২০২০) এর ৭/৩০অপহৃত ভিকটিম তৃনা মজুমদার(১৬), পিতা-শ্রীবাস চন্দ্র মজুমদার, সাং-মুছাপুর, ১নং ওয়ার্ড(দ্বীন বন্ধু কবিরাজ বাড়ী), থানা- কোম্পানীগঞ্জজেলা-নোয়াখালীকে তথ্য প্রযুক্তির মাধ্যমে সুধারাম মডেল থানাধীনউপজেলা পরিষদের সামনে ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয। অভিযানপরিচালনাকালে উক্ত ঘটনায় মূল অপহরণকারী এজাহার নামীয় পলাতক১নং আসামী মোঃ রাকিব প্রঃ রহিদুল ইসলাম(২২), পিতা-ছুট্টি মিয়া প্রঃআবদুল মুনাফ, মাতা-নুরের নেছা বেগম, সাং-রামপুর, ৩নং ওয়ার্ড, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-নোয়াখালীকে গ্রেফতার করে। উক্ত বিষয়েকোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব গাজী মুহাম্মদ ফৌজুল আজিমজানান, গ্রেফতাকৃত আসামীর বিরুদ্ধে যথাযথ আইনগত কার্যক্রম গ্রহণ করাহচ্ছে।