
মোঃ নুর হোসাইন :
নোয়াখালী জেলার নবাগত পুলিশ সুপার টি.এম.মোশাররফ হোসেন এর সঙ্গে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নবাগত পুলিশ সুপার জনাব টি. এম. মোশাররফ হোসেন এর সভাপতিত্বে নোয়াখালী জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মী এবং সাংবাদিকবৃন্দের সাথে পরিচিতি ও সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় গণমাধ্যমকর্মীগণ মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা, মতামত ও গঠনমূলক পরামর্শ উপস্থাপন করেন।
এসময় পুলিশ সুপার, নোয়াখালীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, জনসেবা বিস্তারের বর্তমান উদ্যোগ, এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পুলিশ–সাংবাদিক সহযোগিতা আরও সুদৃঢ় করে জননিরাপত্তা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে এ ধরনের মতবিনিময় সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিঁনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), নোয়াখালী। জনাব মোঃ নিয়াকত আকবর, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), নোয়াখালীসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সম্মানিত প্রতিনিধিগণ ।


















