
মোঃ নুর হোসাইন :
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদীর উপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ ও হত্যাচেষ্টার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় জেলা শহর মাইজদীর বড় মসজিদ মোড় থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে সুপার মার্কেটের মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামি ছাত্রশিবির, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আপ বাংলাদেশ সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রনেতারা অন্তর্বর্তী সরকারের তীব্র সমালোচনা করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ফ্যাসিবাদের দোসরদের আইনের আওতায় আনতে না পারার অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। মানুষের জীবন জীবিকার নিরাপত্তার স্বার্থে অবিলম্বে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান তারা।
উল্লেখ্য, আজ দুপুরে জুম্মার নামাজ শেষে রিক্সায় করে বাসায় ফেরার পথে রাজধানীর বিজয়নগর এলাকায় মোটরসাইকেল আরোহী দুই দুর্বৃত্ত গুলি ছোঁড়ে শরীফ ওসমান হাদীর উপর। গুলিবিদ্ধ হাদীকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আইসিইউ তে নেওয়া হয়। পরে অস্ত্র পাচার শেষে উন্নত চিকিৎসার জন্য পরিবারের সম্মতিতে এভারকেয়ার হসপিটালে পাঠানো হয় তাকে। বর্তমান তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।


















