
স্টাফ রিপোর্টার:
নেদারল্যান্ডসের ইউট্রিচ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সঙ্গে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বায়ু দূষণ, বায়ু দূষণজনিত স্বাস্থ্যঝুঁকি এবং বিশেষ করে ট্রাফিক পুলিশের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বিষয়ে বিস্তারিত মতবিনিময় হয়। এ সময় বায়ু দূষণ প্রতিরোধে গবেষণাভিত্তিক কার্যক্রম, তথ্য বিনিময় ও ভবিষ্যতে যৌথভাবে কাজ করার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
ইউট্রিচ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের মধ্যে ছিলেন গ্লোবাল হেলথ অ্যান্ড এক্সপোসোম ও প্ল্যানেটারি হেলথ রিসার্চ গ্রুপের ইউএমটি ইউট্রিচের সিনিয়র রিসার্চার, সাটা-আর্থ লিয়াজোঁন (ইসি/ইরাসমাস প্লাস) প্রকল্পের প্রজেক্ট লিডার এবং ইউট্রিচ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জর্জ ডাউনওয়ার্ডসহ তার গবেষক দল।
এ গবেষণা উদ্যোগে স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা করছে ঢাকা কমিউনিটি হাসপাতাল এবং বায়ু পর্যবেক্ষণ ও পরিবেশগত গবেষণায় সহযোগিতা করছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সাক্ষাৎকালে উভয় পক্ষ বায়ু দূষণ প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি ভবিষ্যতে প্ল্যানেটারি হেলথ, জনস্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় যৌথ গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে একমত পোষণ করেন।
এরই ধারাবাহিকতায় ইউট্রিচ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। পরে নোয়াখালীর নাইস গেস্ট হাউজের কনফারেন্স কক্ষে “প্ল্যানেটারি হেলথ এডুকেশন ফর ক্লাইমেট-ভালনারেবল কমিউনিটি” শীর্ষক প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণ (Training of Trainers–ToT) শীর্ষক প্রশিক্ষণে অংশ নেন। উক্ত প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন সহযোগী অধ্যাপক জর্জ ডাউনওয়ার্ড এবং নোবিপ্রবি পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান।
এ প্রশিক্ষণে নোবিপ্রবির শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকগণ অংশগ্রহণ করেন। কর্মশালায় জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি, পরিবেশগত দূষণ ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্ল্যানেটারি হেলথ শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।


















