১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নোয়াখালীতে কোরআন খতম ও দোয়া মাহফিল

  • আপডেট: ০৭:৪৬:৩৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ৮৪১

মোঃ নুর হোসাইন :
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় নোয়াখালীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) বিকেলে জেলা বিএনপির উদ্যোগে নোয়াখালী জেলা জামে মসজিদ প্রাঙ্গনে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য ও নোয়াখালী-৪ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মোঃ শাহজাহান।

দোয়া মাহফিলে মোঃ শাহজাহান বলেন, বেগম জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। আজ তিনি গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন থাকলেও জনগণের ভালোবাসাই তার সবচেয়ে বড় শক্তি। আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।তিনি আরও বলেন,প্রিয় নেত্রী জীবনের তিন যুগ গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, সেই নেত্রীর জন্য দোয়া করা আজ আমাদের নৈতিক দায়িত্ব।গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে বেগম খালেদা জিয়ার ভূমিকা ছিল অনস্বীকার্য। দেশের কোটি মানুষের প্রত্যাশা তিনি আবার দৃঢ়ভাবে রাজনীতির মাঠে ফিরবেন ইনশাআল্লাহ।আজ পুরো দেশবাসী প্রিয় নেত্রীর সুস্থতার জন্য দোয়া করছেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, যুগ্ম আহবায়ক এ বি এম জাকারিয়া, সদস্য সচিব হারুন অর রশিদ আজাদ,জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবদুর রহমান, সদর উপজেলা বিএনপি সাবেক সদস্য আবু সালেহ মোহাম্মদ আবদুল্লাহ সবুজ।এছাড়া জেলা, সদর ও পৌরসভার বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী ও বিএনপি জেলা পর্যায়ের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত

ইউট্রিচ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নোয়াখালীতে কোরআন খতম ও দোয়া মাহফিল

আপডেট: ০৭:৪৬:৩৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫

মোঃ নুর হোসাইন :
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় নোয়াখালীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) বিকেলে জেলা বিএনপির উদ্যোগে নোয়াখালী জেলা জামে মসজিদ প্রাঙ্গনে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য ও নোয়াখালী-৪ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মোঃ শাহজাহান।

দোয়া মাহফিলে মোঃ শাহজাহান বলেন, বেগম জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। আজ তিনি গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন থাকলেও জনগণের ভালোবাসাই তার সবচেয়ে বড় শক্তি। আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।তিনি আরও বলেন,প্রিয় নেত্রী জীবনের তিন যুগ গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, সেই নেত্রীর জন্য দোয়া করা আজ আমাদের নৈতিক দায়িত্ব।গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে বেগম খালেদা জিয়ার ভূমিকা ছিল অনস্বীকার্য। দেশের কোটি মানুষের প্রত্যাশা তিনি আবার দৃঢ়ভাবে রাজনীতির মাঠে ফিরবেন ইনশাআল্লাহ।আজ পুরো দেশবাসী প্রিয় নেত্রীর সুস্থতার জন্য দোয়া করছেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, যুগ্ম আহবায়ক এ বি এম জাকারিয়া, সদস্য সচিব হারুন অর রশিদ আজাদ,জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবদুর রহমান, সদর উপজেলা বিএনপি সাবেক সদস্য আবু সালেহ মোহাম্মদ আবদুল্লাহ সবুজ।এছাড়া জেলা, সদর ও পৌরসভার বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী ও বিএনপি জেলা পর্যায়ের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।