
মোঃ নুর হোসাইন :
অধ্যাপক পদে নোয়াখালী সরকারি কলেজের ০৩ জন শিক্ষক ও সহযোগী অধ্যাপক পদে ০৬ জন শিক্ষক পদোন্নতি পেয়েছেন।
শিক্ষা ক্যাডারের দুই হাজার ৭০৬ কর্মকর্তাকে অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দিয়ে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে এ সংক্রান্ত দুটি পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সহযোগী অধ্যাপক পর্যায়ের ৯৯৫ কর্মকর্তাকে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। একই সঙ্গে সহকারী অধ্যাপক পর্যায়ের ১ হাজার ৭১১ কর্মকর্তাকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে তারা বেতনভুক্ত হবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সহযোগী অধ্যাপক হতে অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন নোয়াখালী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর মোহাম্মদ মাইনুল ইসলাম, গণিত বিভাগের শিক্ষক প্রফেসর এম এম সাইফুল্লাহ, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ডক্টর. আলাউদ্দিন আল আজাদ।
সহকারী অধ্যাপক হতে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন নোয়াখালী সরকারি কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক ডক্টর. এ জি আল মোরশেদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক উম্মে হানী সুবর্ণা, রসায়ন বিভাগের শিক্ষক মোহাম্মদ আব্দুল জলিল, প্রাণীবিজ্ঞান বিভাগের শিক্ষক মোঃ শাহ আলম, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক জুলফিকার হায়দার, হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক মঞ্জিল খান চৌধুরী।


















