স্টাফ রির্পোটার-
দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ১৫ বছর পদার্পণ উপলক্ষ্যে নোয়াখালীতে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
রবিবার দুপুরে নোয়াখালী প্রেস ক্লাব মিলনায়তনে কেক কাটা, আলোচনা সভা সহ নানান কর্মসূচীর মধ্যে দিয়ে জন্মদিন পালিত হয়েছে।
নোয়াখালী প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মাসুদ পারভেজের সভাপতিত্বে ও বাংলাদেশ প্রতিদিনের নোয়াখালী জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী মোঃ রফিকউল্যা, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর ইউসুফ, বর্তমান কমিটির সহসভাপতি শাহ এমরান সুজন, সাধারণ সম্পাদক আব নাছের মঞ্জু, বৃহত্তর নোয়াখালীর দুদকের পিপি এডভোকেট নুর হোসেন মাসুদ, সিনিয়র সাংবাদিক নাসির উদ্দিন মাহমুদ বাদল, মাহাবুবুর রহমান ও যুগ্ম সম্পাদক এ আর আজাদ সোহেল সহ প্রমুখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আজাদ কমিশনার, বীর মুক্তিযোদ্ধা শাহআলম, প্লেস ক্লাবের সাবেক সাধরাণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, প্লেস ক্লাবের সাবেক কোষাধক্ষ ডা. বোরহান উদ্দিন, সাবেক চেয়ারম্যান নুর রহমান, এডভোকেট আজিম উদ্দিন, সাংবাদিক শিহাব উদ্দিন আহমেদ টিপু, সুমন ভৌমিক, ইকবাল হোসেন সুমন, নাসির উদ্দিন শাহ নয়ন, আসাদুজ্জামান কাজল, আবদুল মোতালেব, গাজী রুবেল, মাহবুবুর রহমান, ফয়জুল ইসলাম জাহান, মাওলা সুজন, শাহাজান কচি, নুর রহমান, মোছলে উদ্দিন, যুবলীগ নেতা রাজীব।
প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান সহ বক্তাগন বাংলাদেশ প্রতিদিনের বস্তুনিষ্ঠ সংবাদের প্রসংশা করে বলেন, এই পত্রিকার সাথে নামী দামী সাংবাদিকগণ জড়িত। আগামীতে এই পত্রিকা আরও বেশি জনপ্রিয় হয়ে উঠবে। ১৫ বছর টানা তার অবস্থান ও সুনাম ধরে রেখেছে। আমরা এর সফলতা কামনা করছি।