মোঃ হাবিবুর রহমান- (সেনবাগ প্রতিনিধি)
নোয়াখালীর সেনবাগের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সম্মানে হাসান মঞ্জুরের ব্যাক্তিগত উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার (৮ এপ্রিল) বিকেলে হাসান মঞ্জুর সমর্থক গোষ্ঠীর আয়োজনে এম.এম চৌধুরী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট সমাজসেবক মীর হোসেন মিরুর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ফয়েজুল ইসলাম চৌধুরী সবুজ।
সাংবাদিক মোঃ হারুন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- হাসান মঞ্জুরের পুত্র ফাইজান হাসান, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সেনবাগ উপজেলা শাখার সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফখর উদ্দিন, হাজী মোকছুদুর রহমান উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক ফখরুদ্দিন মোবারক শাহ রিপন, কানকির হাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোয়ারুল হক, সাংবাদিক আমির হোসেন লিটন, চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম সুমন, ৫নং অর্জুনতলা ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব মহিন উদ্দিন বাবুল, ৭নং ইউনিয়ন জাতীয় পার্টির নেতা বাহার উল্যাহ বাহার, সিএনজি মালিক সমিতির সেক্রেটারী মোঃ আলম, অটোরিকশা মালিক শ্রমিক সংগঠনের সভাপতি জীবন, সেনবাগ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্য কামরুজ্জামান সেলিম প্রমুখ।
এসময় হাসান মঞ্জুর সমর্থক গোষ্ঠীর সকল নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার ৩ শতাধিক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মাওলানা ফখরুদ্দীন মোবারক শাহ ।