আবুল বাসার- (সুবর্ণচর প্রতিনিধি)
নোয়াখালীর সুবর্ণচরে চরজব্বর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বশির আহমেদ(৬০) এর উপর দুবৃর্ত্তের হামলায় প্রতিবাদ সভা করছে সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগ।
সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা সাতটায় উপজেলার হারিছ চৌধুরীর বাজারে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি বাহার উদ্দিন খেলনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ হানিফ চৌধুরীর সঞ্চালনায় উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নোয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম, জেলা আওয়ামী লীগ সহসভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র শহিদুল্লাহ খান সহেল, জেলা ছাত্রলীগ সভাপতি রুবাইয়াত রহমান আরাফাত, সাধারণ সম্পাদক শামসুল হুদা বাপ্পি, নোয়ান্নই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন জুনাইদ,বক্তাগন বলেন আওয়ামী লীগের পরীক্ষিত নেতা চরজব্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বশির আহমেদ এর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
বক্তাগন বলেন, সামনে উপজেলা নির্বাচন ঔ নির্বাচনকে প্রভাবিত করতে, একটি কুচক্রী মহল এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটিয়েছে। মামলা হামলা যেটায় করেন,আসন্ন উপজেলা নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে।
উল্লেখ্য গত ১২ এপ্রিল শুক্রবার রাত আনুমানিক সাড়ে দশটার সময় চরজব্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগ সদস্য নিজ বাড়িতে যাওয়ার পথে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়ে ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় আহতের বড় ছেলে এ্যাডভোকেট মোরশেদ আলম বলেন বর্তমানে তিনি ঢাকার স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্চা ইউনিটে(আইসিইউ)তে চিকিৎসাধীন রয়েছে ।
মোরশেদ আলম আরো বলেন, মাথায় আঘাত পাওয়ার কারণে নাক-কান দিয়ে রক্তক্ষরণ হয়ে তাঁর বাবা অচেতন রয়েছেন। এই ঘটনায় মোরশেদ আলম বাদী হয়ে চরজব্বর থানায় ৩ জন কে আসামী করে একটি মামলা দায়ের করেন।
মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)রফিকুল ইসলাম বলেন, উক্ত ঘটনায় দুইজনকে আজ ভোররাতে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে ।