মোঃ নুর হোসাইন :
২০২২ সালে নোয়াখালীতে হোম টিউটর আব্দুর রহিম কর্তৃক নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাসনিয়া হোসেন অদিতাকে ধর্ষণ চেষ্টা ও হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আজ বিকেলে নোয়াখালীর জজকোর্ট সংলগ্ন জেলা শহীদ মিনারের সামনের সড়কে শহরের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শতশত শিক্ষার্থীরা এ মানববন্ধন করেন।
এতে উপস্থিত ছিলেন , নিহত অদিতার মা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরিফুল ইসলাম , মোঃ মহসিন , ফরহাদুল ইসলাম ইসলাম , আবু সুফিয়ান , আফসার বিন আজিজ , মেহেদি হাসান সীমান্ত সহ অদিতার বান্ধবী ও সহপাঠীরা।
মানববন্ধনে অদিতার মা বলেন, আমার মেয়েকে হত্যা করার পর থেকে তোমরা সব মেয়েরা আমার মেয়ে। আমি কিছু চাইনা শুধুমাত্র আমার মেয়ের হত্যাকারীর বিচার চায়। কথা গুলো বলতে গিয়ে একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
সমন্বয়ক আরিফুল ইসলাম বলেন, যেখানে ধর্ষণ সেখানেই প্রতিরোধ। বিগত ১৬ বছর ফ্যাসিস্ট আমলে বিচার না হওয়ায় এসব অপরাধ অপকর্মের সৃষ্টি হয়েছে। সঠিক বিচারের মুখোমুখি করে শাস্তির আওতায় এনে দোষীদের অন্যায় করার সুযোগ বন্ধ করে দেওয়া হবে।
উল্লেখ্য , গত ২০২২ সালের ২২ সেপ্টেম্বরে নোয়াখালী পৌরসভার ৩ নং ওয়ার্ড লক্ষীনারায়নপুরের নিজ বাসায় হোম টিউটর আবদুর রহিম রণির হাতে ধর্ষণ চেষ্টা ও খুনের শিকার হন নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাসনিয়া হোসেন অদিতা।