২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের

ষ্টাফ রিপোর্টার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) বিকেলের দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

নিহত মো.সবুজ (১৭) ওই ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ফরিদ মেম্বারের বাড়ির জাহাঙ্গীর আলমের ছেলে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সবুজ তার ফুফার মুদি দোকানে চাকরি করত। বিকেল ৪টার দিকে ফুফার মুদি দোকানের টিনের ওপর থাকা গাছের ঢাল কাটার সময় বৈদ্যুতিক তার ছিঁড়ে যায়। একপর্যায়ে ছেঁড়া তার তাহার মাথার ডান পাশে এসে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্টে গুরুত্বর আহত হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফজল আজিম। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তীতে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক পঠিত

ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের

আপডেট: ১১:১২:৫৯ পূর্বাহ্ণ, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪

ষ্টাফ রিপোর্টার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) বিকেলের দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

নিহত মো.সবুজ (১৭) ওই ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ফরিদ মেম্বারের বাড়ির জাহাঙ্গীর আলমের ছেলে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সবুজ তার ফুফার মুদি দোকানে চাকরি করত। বিকেল ৪টার দিকে ফুফার মুদি দোকানের টিনের ওপর থাকা গাছের ঢাল কাটার সময় বৈদ্যুতিক তার ছিঁড়ে যায়। একপর্যায়ে ছেঁড়া তার তাহার মাথার ডান পাশে এসে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্টে গুরুত্বর আহত হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফজল আজিম। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তীতে আইনী ব্যবস্থা নেওয়া হবে।