২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মাত্র ৪৯ দিনে হাফেজ হওয়া শিশু হাবিবের ইচ্ছা পূরণ করলেন শায়খ আহমাদুল্লাহ

স্টাফ রিপোর্টার:
“মাত্র ৪৯ দিনে হাফেজ হওয়া শিশু হাবিবুর রহমান শায়খ আহমাদুল্লাহর সাথে দেখা করতে চায়” এমন শিরোনামে কিছুদিন আগে সংবাদ প্রকাশ করেছিল দৈনিক নোয়াখালী বার্তা সহ স্থানীয় ও জাতীয় কয়েকটি গণমাধ্যম। সেই সংবাদ গুলোতে নিজের ইচ্ছার কথা জানিয়েছিলেন শিশু হাফেজ হাবিবুর রহমান। আর তার সেই ইচ্ছাপূরণ করেছেন বিশিষ্ট ইসলামিক স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ ।

ওই সময় শিশু হাফেজ হাবিব বলেছিলেন তিনি শায়েখ আহমাদুল্লাহর সাথে দেখা করতে চান। অবশেষে সেই শিশুটির সঙ্গে সাক্ষাৎ করেছেন আহমাদুল্লাহ। এই তথ্য নিশ্চিত করেছেন তিনি নিজেই।

শনিবার (২৩ নভেম্বর) নিজের অফিসিয়াল ফেসবুকে একটি পোস্ট দিয়ে এটি জানান তিনি। তিনি ওিই স্ট্যাটাসে লেখেন, মাত্র ৪৯ দিনে হাফেজ হওয়া হাবিবের সাথে সাক্ষাতের সৌভাগ্য হলো আজ। মিডিয়া মারফত জানতে পারি, বিরল কৃতিত্বের অধিকারী এই মেধাবী শিশুটি আমার সঙ্গে সাক্ষাৎ করতে চায়। আরও উল্লেখ করেন, এই খবর দেখামাত্র হাবিবের প্রতি বিশেষ স্নেহ ও ভালোবাসা অনুভব করি। সিদ্ধান্ত নিই, বিরল মেধার অধিকারী হাফেজ শিশুটির সাথে কিছু সময় কাটাব। দেশের বাইরে থাকায় এতদিন সম্ভব হয়নি। আজ সপরিবারে তাকে ও তার উস্তাযকে অফিসে আমন্ত্রণ জানিয়েছিলাম। তার সাথে কিছু সময় কাটিয়েছি, স্বপ্নের কথা শুনেছি, শুনেছি তার সুন্দর কন্ঠের তিলাওয়াত।

পরে আল কুরআনের মাহাত্ম নিয়েও লেখেন আহমাদুল্লাহ। তিনি লেখেন, কুরআন এক মহাসমুদ্র। মাত্র ৪৯ দিনে এই সমুদ্রকে বক্ষে ধারণ করা কুরআনের একটি মু’জিযা। এটি বিরল সৌভাগ্য ও আল্লাহর অনুগ্রহ ছাড়া সম্ভব নয়। দোয়া করি, মহান আল্লাহ হাবিবকে কুরআনের যোগ্য খাদেম হিসেবে কবুল করুন। তার উস্তাযকে উত্তম বিনিময় দান করুন।

সর্বাধিক পঠিত

সংবিধান দিয়েই ফ্যাস্টিট হাসিনা দেশের মানুষকে হত্যা করেছে:ইসহাক খন্দকার

মাত্র ৪৯ দিনে হাফেজ হওয়া শিশু হাবিবের ইচ্ছা পূরণ করলেন শায়খ আহমাদুল্লাহ

আপডেট: ১১:৩০:২৯ পূর্বাহ্ণ, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

স্টাফ রিপোর্টার:
“মাত্র ৪৯ দিনে হাফেজ হওয়া শিশু হাবিবুর রহমান শায়খ আহমাদুল্লাহর সাথে দেখা করতে চায়” এমন শিরোনামে কিছুদিন আগে সংবাদ প্রকাশ করেছিল দৈনিক নোয়াখালী বার্তা সহ স্থানীয় ও জাতীয় কয়েকটি গণমাধ্যম। সেই সংবাদ গুলোতে নিজের ইচ্ছার কথা জানিয়েছিলেন শিশু হাফেজ হাবিবুর রহমান। আর তার সেই ইচ্ছাপূরণ করেছেন বিশিষ্ট ইসলামিক স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ ।

ওই সময় শিশু হাফেজ হাবিব বলেছিলেন তিনি শায়েখ আহমাদুল্লাহর সাথে দেখা করতে চান। অবশেষে সেই শিশুটির সঙ্গে সাক্ষাৎ করেছেন আহমাদুল্লাহ। এই তথ্য নিশ্চিত করেছেন তিনি নিজেই।

শনিবার (২৩ নভেম্বর) নিজের অফিসিয়াল ফেসবুকে একটি পোস্ট দিয়ে এটি জানান তিনি। তিনি ওিই স্ট্যাটাসে লেখেন, মাত্র ৪৯ দিনে হাফেজ হওয়া হাবিবের সাথে সাক্ষাতের সৌভাগ্য হলো আজ। মিডিয়া মারফত জানতে পারি, বিরল কৃতিত্বের অধিকারী এই মেধাবী শিশুটি আমার সঙ্গে সাক্ষাৎ করতে চায়। আরও উল্লেখ করেন, এই খবর দেখামাত্র হাবিবের প্রতি বিশেষ স্নেহ ও ভালোবাসা অনুভব করি। সিদ্ধান্ত নিই, বিরল মেধার অধিকারী হাফেজ শিশুটির সাথে কিছু সময় কাটাব। দেশের বাইরে থাকায় এতদিন সম্ভব হয়নি। আজ সপরিবারে তাকে ও তার উস্তাযকে অফিসে আমন্ত্রণ জানিয়েছিলাম। তার সাথে কিছু সময় কাটিয়েছি, স্বপ্নের কথা শুনেছি, শুনেছি তার সুন্দর কন্ঠের তিলাওয়াত।

পরে আল কুরআনের মাহাত্ম নিয়েও লেখেন আহমাদুল্লাহ। তিনি লেখেন, কুরআন এক মহাসমুদ্র। মাত্র ৪৯ দিনে এই সমুদ্রকে বক্ষে ধারণ করা কুরআনের একটি মু’জিযা। এটি বিরল সৌভাগ্য ও আল্লাহর অনুগ্রহ ছাড়া সম্ভব নয়। দোয়া করি, মহান আল্লাহ হাবিবকে কুরআনের যোগ্য খাদেম হিসেবে কবুল করুন। তার উস্তাযকে উত্তম বিনিময় দান করুন।