২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নোয়াখালী কলেজের ডিগ্রি পাস শাখার শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত 

 নোসক প্রতিনিধি :
❝হে নবীন এসো আলোর মিছিলে❞ এই শ্লোগান নিয়ে নোয়াখালী সরকারি কলেজের ডিগ্রি পাস শাখার ১ম বর্ষের (২০২৩-২৪) শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
রবিবার (০৮ নভেম্বর) সকাল ১১ টায় নোয়াখালী সরকারি কলেজের এক মিলনায়তনে কলেজ প্রশাসনের আয়োজনে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়। ডিগ্রি পাস শাখার কো অর্ডিনেটর জনাব প্রফেসর মোঃ শরীফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ জনাব প্রফেসর জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ জনাব প্রফেসর এবিএম সানা উল্লাহ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরিফুল ইসলাম, কলেজ ছাত্রদলের সভাপতি আকবর হোসেন, কলেজ ছাত্র শিবিরের সভাপতি মোঃ ইব্রাহিম।
 প্রধান অতিথির বক্তব্যে জনাব প্রফেসর জাকির হোসেন নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভালো ছাত্র হওয়ার আগে একজন ভালো মানুষ হতে হবে। আদর্শবান এবং নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে৷ আর এজন্য পড়ালেখার কোন বিকল্প নাই৷ এসময় তিনি শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতির বিষয়ে জোর গুরুত্ব প্রদান করেন। অনুষ্ঠানে ডিগ্রি পাস শাখার বিএসস, বিবিএস, বিএ কয়েকশত ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।
নবীন বরণ অনুষ্ঠান ঘিরে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ, উদ্দীপনা এবং খুশির আমেজ দেখা গেছে। নাফিসা আক্তার নামের এক শিক্ষার্থী বলেন, এমন সুন্দর আয়োজন করায় কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। এখানে আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। আসা করি সব শিক্ষকগণ সব আমাদের মাথার উপর ছায়া হয়ে থাকবে।
সর্বাধিক পঠিত

সংবিধান দিয়েই ফ্যাস্টিট হাসিনা দেশের মানুষকে হত্যা করেছে:ইসহাক খন্দকার

নোয়াখালী কলেজের ডিগ্রি পাস শাখার শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত 

আপডেট: ১১:৩২:৫৫ অপরাহ্ণ, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
 নোসক প্রতিনিধি :
❝হে নবীন এসো আলোর মিছিলে❞ এই শ্লোগান নিয়ে নোয়াখালী সরকারি কলেজের ডিগ্রি পাস শাখার ১ম বর্ষের (২০২৩-২৪) শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
রবিবার (০৮ নভেম্বর) সকাল ১১ টায় নোয়াখালী সরকারি কলেজের এক মিলনায়তনে কলেজ প্রশাসনের আয়োজনে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়। ডিগ্রি পাস শাখার কো অর্ডিনেটর জনাব প্রফেসর মোঃ শরীফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ জনাব প্রফেসর জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ জনাব প্রফেসর এবিএম সানা উল্লাহ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরিফুল ইসলাম, কলেজ ছাত্রদলের সভাপতি আকবর হোসেন, কলেজ ছাত্র শিবিরের সভাপতি মোঃ ইব্রাহিম।
 প্রধান অতিথির বক্তব্যে জনাব প্রফেসর জাকির হোসেন নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভালো ছাত্র হওয়ার আগে একজন ভালো মানুষ হতে হবে। আদর্শবান এবং নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে৷ আর এজন্য পড়ালেখার কোন বিকল্প নাই৷ এসময় তিনি শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতির বিষয়ে জোর গুরুত্ব প্রদান করেন। অনুষ্ঠানে ডিগ্রি পাস শাখার বিএসস, বিবিএস, বিএ কয়েকশত ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।
নবীন বরণ অনুষ্ঠান ঘিরে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ, উদ্দীপনা এবং খুশির আমেজ দেখা গেছে। নাফিসা আক্তার নামের এক শিক্ষার্থী বলেন, এমন সুন্দর আয়োজন করায় কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। এখানে আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। আসা করি সব শিক্ষকগণ সব আমাদের মাথার উপর ছায়া হয়ে থাকবে।