১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

নোয়াখালীতে জাতীয় গোল্ড কাপ ফুটবল (বালিকা) টুর্নামেন্টে সদর উপজেলা চ্যাম্পিয়ন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট: ০৯:১৭:৩১ অপরাহ্ণ, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫
  • ৮৬৬

মোঃ নুর হোসাইন:
“এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়” প্রতিপাদ্য নিয়ে সারাদেশে অনুষ্ঠেয় তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে জেলা পর্যায়ের জাতীয় গোল্ডকাপ টুর্ণামেন্ট (বালক/বালিকা, অনূর্ধ্ব ১৭)-২০২৪ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় গোল্ড কাপ ফুটবল (বালিকা অনূর্ধ্ব-১৭) টুর্নামেন্টে নোয়াখালীর আন্তঃউপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় নোয়াখালী সদর উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। এতে রানার্স আপ হয়েছে বেগমগঞ্জ উপজেলা। এসময় নোয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আখিনূর জাহান নীলা বিজয়ী খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে এভাবে বিজয়ের ধারা অব্যাহত রাখার জন্য অনুপ্রাণিত করেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় তারুণ্যের উৎসব-২০২৫ জেলা পর্যায়ের জাতীয় গোল্ডকাপ টুর্ণামেন্ট-২০২৪ এর ফাইনাল ম্যাচ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত টুর্ণামেন্টে নোয়াখালী জেলার ৯ টি উপজেলা ও নোয়াখালী পৌরসভাকে নিয়ে মোট ১০টি দল বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক জনাব খন্দকার ইসতিয়াক আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জনাব মোঃআব্‌দুল্লাহ্‌-আল-ফারুক, আরো উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জ ডাঃ মাছুম ইফতেখার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আখিনূর জাহান নীলা সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ ইসমাইল।

উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন আজকের আয়োজনটি একটি চমৎকার আয়োজন ছিল। আমরা জানি, তারুণ্য নির্ভর একটি দেশকে বদলাতে পারে। দীর্ঘদিন পর দেশে সাংস্কৃতিক চর্চা চালু হয়েছে। ক্রিকেটের মাধ্যমে বিশ্বের অনেক দেশ বাংলাদেশ/আমাদেরকে চিনেছে। খেলাধুলায় ব্যস্ত থাকলে তরুণরা অপরাধে জড়ায় না।

সর্বাধিক পঠিত

নোয়াখালীতে জাতীয় গোল্ড কাপ ফুটবল (বালিকা) টুর্নামেন্টে সদর উপজেলা চ্যাম্পিয়ন

আপডেট: ০৯:১৭:৩১ অপরাহ্ণ, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫

মোঃ নুর হোসাইন:
“এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়” প্রতিপাদ্য নিয়ে সারাদেশে অনুষ্ঠেয় তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে জেলা পর্যায়ের জাতীয় গোল্ডকাপ টুর্ণামেন্ট (বালক/বালিকা, অনূর্ধ্ব ১৭)-২০২৪ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় গোল্ড কাপ ফুটবল (বালিকা অনূর্ধ্ব-১৭) টুর্নামেন্টে নোয়াখালীর আন্তঃউপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় নোয়াখালী সদর উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। এতে রানার্স আপ হয়েছে বেগমগঞ্জ উপজেলা। এসময় নোয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আখিনূর জাহান নীলা বিজয়ী খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে এভাবে বিজয়ের ধারা অব্যাহত রাখার জন্য অনুপ্রাণিত করেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় তারুণ্যের উৎসব-২০২৫ জেলা পর্যায়ের জাতীয় গোল্ডকাপ টুর্ণামেন্ট-২০২৪ এর ফাইনাল ম্যাচ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত টুর্ণামেন্টে নোয়াখালী জেলার ৯ টি উপজেলা ও নোয়াখালী পৌরসভাকে নিয়ে মোট ১০টি দল বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক জনাব খন্দকার ইসতিয়াক আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জনাব মোঃআব্‌দুল্লাহ্‌-আল-ফারুক, আরো উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জ ডাঃ মাছুম ইফতেখার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আখিনূর জাহান নীলা সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ ইসমাইল।

উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন আজকের আয়োজনটি একটি চমৎকার আয়োজন ছিল। আমরা জানি, তারুণ্য নির্ভর একটি দেশকে বদলাতে পারে। দীর্ঘদিন পর দেশে সাংস্কৃতিক চর্চা চালু হয়েছে। ক্রিকেটের মাধ্যমে বিশ্বের অনেক দেশ বাংলাদেশ/আমাদেরকে চিনেছে। খেলাধুলায় ব্যস্ত থাকলে তরুণরা অপরাধে জড়ায় না।