৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

কোম্পানীগঞ্জের মুছাপুর রেগুলেটর পুনঃনির্মাণের দাবিতেডিসি-ইউএনও কে আল্টিমেটাম

  • অনলাইন ডেস্ক
  • আপডেট: ১১:০৫:৫৯ অপরাহ্ণ, শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫
  • ৮৬৪

মোঃ নুর হোসাইন :

ফেনীর মহুরী নদীর উজান ও বন্যার পানিতে ভেঙে তলিয়ে যাওয়া নোয়াখালীরকোম্পানীগঞ্জের মুছাপুর রেগুলেটর পুনঃনির্মাণের দাবিতে নোয়াখালী জেলাপ্রশাসক ও কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আল্টিমেটাম দিয়েছেএলাকাবাসী।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার বসুরহাট বাজারের জিরোপয়েন্টে আয়োজিত মানববন্ধনে তারা এই আল্টিমেটাম দেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নোয়াখালী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরআহ্বায়ক আরিফুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিবমাহমুদুর রহমান রিপন, চরপার্বতী ইউপি চেয়ারম্যান কাজী হানিফ আনছারী, চরপার্বতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুনুর রশীদ আল হারুন, বসুরহাটপৌরসভা জামায়াতের আমির মাওলানা মোশারেফ হোসেন, চরহাজারীইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ, আমেরিকা প্রবাসীবিএনপি নেতা মোরছালীন শামীম, চরহাজারী হাফেজিয়া পাড়া কল্যাণফাউন্ডেশনের সভাপতি মো.আলী ডালিম, সেক্রেটারী গোলাম আযম, শিক্ষার্থীদের প্রতিনিধি মো.নজরুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, নোয়াখালীর জেলা প্রশাসকখন্দকার ইসতিয়াক আহমেদ ও কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) তানভীর ফরহাদ শামীমের গাফিলতিতে মুছাপুর রেগুলেটর নির্মাণেরকোনো উদ্যোগ নেই। মুছাপুর রেগুলেটর বিলীন হওয়ায় শত শত বাড়ীঘরনদীতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্থ হয়েছে শতশত হেক্টর ফসলি জমি। রেগুলেটরেরবিলীনের জন্য অবৈধ ভাবে বালু উত্তোলনকে দায়ী করে বসুরহাট পৌরসভারসাবেক মেয়র ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুলকাদের মির্জার শাস্তি দাবি করেন। মুছাপুর রেগুলেটর নির্মাণে কালক্ষেপণ করাহলে এসি রুমে ডিসি-ইউএনও চেয়ারে বসে থাকতে পারবেনা বলেও হুঁশিয়ারিদেন বক্তারা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নোয়াখালী জেলা প্রশাসক (ডিসি) খন্দকারইসতিয়াক আহমেদ অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, শুধু অভিযোগ করলেহবেনা। কাজটি পানি উন্নয়ন বোর্ডের। এ নিয়ে পানি উন্নয়ন বোর্ড স্টাডি করছে, কাজ চলছে। এটা বললেইতো এক দিনে কাজ হবে না।

সর্বাধিক পঠিত

কোম্পানীগঞ্জের মুছাপুর রেগুলেটর পুনঃনির্মাণের দাবিতেডিসি-ইউএনও কে আল্টিমেটাম

আপডেট: ১১:০৫:৫৯ অপরাহ্ণ, শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫

মোঃ নুর হোসাইন :

ফেনীর মহুরী নদীর উজান ও বন্যার পানিতে ভেঙে তলিয়ে যাওয়া নোয়াখালীরকোম্পানীগঞ্জের মুছাপুর রেগুলেটর পুনঃনির্মাণের দাবিতে নোয়াখালী জেলাপ্রশাসক ও কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আল্টিমেটাম দিয়েছেএলাকাবাসী।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার বসুরহাট বাজারের জিরোপয়েন্টে আয়োজিত মানববন্ধনে তারা এই আল্টিমেটাম দেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নোয়াখালী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরআহ্বায়ক আরিফুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিবমাহমুদুর রহমান রিপন, চরপার্বতী ইউপি চেয়ারম্যান কাজী হানিফ আনছারী, চরপার্বতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুনুর রশীদ আল হারুন, বসুরহাটপৌরসভা জামায়াতের আমির মাওলানা মোশারেফ হোসেন, চরহাজারীইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ, আমেরিকা প্রবাসীবিএনপি নেতা মোরছালীন শামীম, চরহাজারী হাফেজিয়া পাড়া কল্যাণফাউন্ডেশনের সভাপতি মো.আলী ডালিম, সেক্রেটারী গোলাম আযম, শিক্ষার্থীদের প্রতিনিধি মো.নজরুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, নোয়াখালীর জেলা প্রশাসকখন্দকার ইসতিয়াক আহমেদ ও কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) তানভীর ফরহাদ শামীমের গাফিলতিতে মুছাপুর রেগুলেটর নির্মাণেরকোনো উদ্যোগ নেই। মুছাপুর রেগুলেটর বিলীন হওয়ায় শত শত বাড়ীঘরনদীতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্থ হয়েছে শতশত হেক্টর ফসলি জমি। রেগুলেটরেরবিলীনের জন্য অবৈধ ভাবে বালু উত্তোলনকে দায়ী করে বসুরহাট পৌরসভারসাবেক মেয়র ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুলকাদের মির্জার শাস্তি দাবি করেন। মুছাপুর রেগুলেটর নির্মাণে কালক্ষেপণ করাহলে এসি রুমে ডিসি-ইউএনও চেয়ারে বসে থাকতে পারবেনা বলেও হুঁশিয়ারিদেন বক্তারা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নোয়াখালী জেলা প্রশাসক (ডিসি) খন্দকারইসতিয়াক আহমেদ অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, শুধু অভিযোগ করলেহবেনা। কাজটি পানি উন্নয়ন বোর্ডের। এ নিয়ে পানি উন্নয়ন বোর্ড স্টাডি করছে, কাজ চলছে। এটা বললেইতো এক দিনে কাজ হবে না।