১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বেইলি রোডে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

  • অনলাইন ডেস্ক
  • আপডেট: ০১:০৩:০৩ অপরাহ্ণ, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫
  • ১২২৯

রাজধানীর রমনায় বেইলি রোডে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম মো. আশিক (২৬)। এসময় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার রাত ১০টার দিকে একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার রাত ১১টার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য তার লাশ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজের মর্গে।

আহত আরেক মোটরসাইকেল আরোহী রাসেল (৩০)। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

রমনা থানার ওসি গোলাম ফারুক বলেন, শুক্রবার রাত ১০টার পর বেইলি রোডে একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সজোরে ধাক্কা লাগে।

ঘটনার প্রত্যক্ষদর্শী আনসার সদস্য ফয়েজ বলেন, বেইলি রোডে হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানে ধাক্কা দেয়। তখন গুরুতর আহত আশিককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সর্বাধিক পঠিত

ইউট্রিচ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ

বেইলি রোডে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

আপডেট: ০১:০৩:০৩ অপরাহ্ণ, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫

রাজধানীর রমনায় বেইলি রোডে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম মো. আশিক (২৬)। এসময় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার রাত ১০টার দিকে একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার রাত ১১টার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য তার লাশ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজের মর্গে।

আহত আরেক মোটরসাইকেল আরোহী রাসেল (৩০)। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

রমনা থানার ওসি গোলাম ফারুক বলেন, শুক্রবার রাত ১০টার পর বেইলি রোডে একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সজোরে ধাক্কা লাগে।

ঘটনার প্রত্যক্ষদর্শী আনসার সদস্য ফয়েজ বলেন, বেইলি রোডে হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানে ধাক্কা দেয়। তখন গুরুতর আহত আশিককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।